মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ২০২৪ পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় ভারতের অর্থনৈতিক বৃদ্ধির দীর্ঘমেয়াদি নীতির উপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
বাজেটে সবার জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টির জন্য অগ্রাধিকারের উপর দীর্ঘ মেয়াদি প্রচেষ্টার কথা বলা হয়েছে। বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই ৯টি বিষয়ে:
১.কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা
২.কর্মসংস্থান ও দক্ষতা
৩.অন্তর্ভুক্তিমূলক মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার
৪.উৎপাদন ও সেবা
৫.নগর উন্নয়ন
৬.জ্বালানি নিরাপত্তা
৭.পরিকাঠামো
৮.উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন
৯.পরবর্তী প্রজন্মের জন্য সংস্কার
অর্থমন্ত্রী ঘোষণা করেন, সরকার কেন্দ্রীভূত উন্নয়নের জন্য এই নয়টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেছে। বাজেটের লক্ষ্য হল সকলের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করার জন্য এই মূল খাতগুলিতে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা নিশ্চিত করা।