‘এক দেশ এক ভোট’-এর দিকে এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সংক্রান্ত বিল অনুমোদন করেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, চলতি শীতকালীন অধিবেশনে এই বিল সংসদে পেশ করা হতে পারে।
লোকসভা ও রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজন বিজেপি-র নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্যে এগোতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ গ্রহণ করে কেন্দ্র। ওই কমিটি পর্যায়ক্রমে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় নির্বাচনের একসঙ্গে আয়োজনের পরামর্শ দেয়।
সূত্রের খবর, সংসদে চলতি শীতকালীন অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে কেন্দ্র। যদিও এই বিল নিয়ে আলোচনার পথ খোলা রাখছে সরকার। বিলটি খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠাতে পারে তারা। কেন্দ্র চাইছে এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হোক। সেই আলোচনায় বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান জানাবে সরকার।
যদি সংসদের উভয় কক্ষে বিলটি পাস হয়, তবে এটি কার্যকর হলে দেশ জুড়ে নির্বাচনের সময় ও খরচ কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাদের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে।
আরও পড়ুন: লোকসভায় পাশ নতুন ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, মিলবে একাধিক নমিনির সুবিধা