গত ৩ ডিসেম্বর ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল পাশ করেছে লোকসভা। নতুন এই আইন অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং সেভিংস বা লকার অ্যাকাউন্টে এখন থেকে সর্বাধিক চারজন নমিনি নিয়োগ করা যাবে।
রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষায়
নতুন আইন কার্যকর হতে রাজ্যসভায় এটি পাশ হওয়া প্রয়োজন। এরপর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে এর কার্যকরী তারিখ নির্ধারিত হবে।
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একক নমিনি নিয়োগের যে ব্যবস্থা রয়েছে, তা পরিবর্তন করে নতুন বিলে চারজন পর্যন্ত নমিনি নিয়োগের বিধান রাখা হয়েছে। এর উদ্দেশ্য হল প্রয়াত অ্যাকাউন্ট হোল্ডারের সম্পদ দ্রুত এবং সহজে বন্টন করা, বিশেষত কোভিড-১৯ মহামারির সময় দেখা দেওয়া এ ধরনের সমস্যাগুলি সমাধান করা।
নমিনি ব্যবস্থার নিয়ম
১. ব্যাঙ্ক ডিপোজিটের ক্ষেত্রে একাধিক নমিনি একসঙ্গে বা পর্যায়ক্রমে নিয়োগ করা যাবে।
২. যদি একাধিক নমিনি একসঙ্গে নিয়োগ করা হয়, তবে নির্ধারিত অনুপাতে সম্পদ বন্টন হবে।
৩. পর্যায়ক্রমে নমিনি নিয়োগ করা হলে, যাঁর নাম উচ্চস্থানে থাকবে, তিনি অগ্রাধিকার পাবেন।
৪. লকার বা ব্যাঙ্কের নিরাপত্তা হেফাজতে রাখা জিনিসপত্রের ক্ষেত্রে শুধুমাত্র পর্যায়ক্রমিক নমিনি মনোনীত সম্ভব।
নমিনির সুবিধা
নমিনিদের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু পরবর্তী সময়ে সঞ্চয় বা লকারে রাখা সম্পদ, উত্তরাধিকারীর প্রমাণপত্র বা উইলের প্রয়োজন ছাড়াই দ্রুত এবং সহজে হস্তান্তর করা সম্ভব।
নমিনেশন কী?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ব্যাখ্যা অনুযায়ী, নমিনেশন হল এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো ডিপোজিট অ্যাকাউন্ট বা সেভ ডিপোজিট লকারের মালিক তাঁর মৃত্যুর পর ওই সম্পদের দাবিদার হিসেবে একজন (বা এখন থেকে চারজন পর্যন্ত) ব্যক্তিকে মনোনীত করতে পারেন।
এই সংশোধনী ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য আরও স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।