কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৫৫.৯৮ শতাংশ, যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। তবে গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি।
কোভিড অতিমারির সময়ে টানা তিন কিস্তি ডিএ স্থগিত রাখার পরে ২০২১ সালে ডিএ পুনরায় চালু করে কেন্দ্র। সেই সময় থেকে প্রতি বছর তিন বা চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় মহার্ঘভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছিল।
কিন্তু এ বছর ডিএ বৃদ্ধির হার কম কেন? অর্থনীতিবিদদের মতে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। বর্তমান ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার তুলনামূলকভাবে কম ছিল, যা ডিএ বৃদ্ধির নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সূচক। সেই কারণেই এ বছর ডিএ বৃদ্ধির হার কমেছে বলে মনে করা হচ্ছে।
রাজ্য-কেন্দ্র ডিএ ফারাক বাড়ল
অন্যদিকে, আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্ধিত ডিএ কার্যকর হবে বলে নবান্ন জানিয়েছে। এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বেড়ে হবে ১৮ শতাংশ।
তবে এই বৃদ্ধির পরেও কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক কমেনি, বরং বেড়েছে। কেন্দ্রীয় কর্মীদের ডিএ যেখানে ৫৫.৯৮ শতাংশ, সেখানে রাজ্য কর্মীদের ডিএ মাত্র ১৮ শতাংশ। ফলে কেন্দ্র-রাজ্যের ডিএ ফারাক ছিল ৩৫ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়াচ্ছে ৩৭ শতাংশ।
রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির পক্ষ থেকে ডিএ ফারাক নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তের পর এই ক্ষোভ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।