Home খবর দেশ অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা,...

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনলাইনে অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ ও প্রচার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এই ধরনের ঘটনা আটকাতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বা আদর্শ কার্যপদ্ধতি জারি করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পরই এই পদক্ষেপ করা হয়েছে।

এই নির্দেশ আসে এক মহিলা আইনজীবীর মামলার ভিত্তিতে। অভিযোগ ছিল, ওই আইনজীবীর ব্যক্তিগত ছবি তাঁর প্রেমিক অনুমতি ছাড়াই অনলাইনে ছড়িয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পরই মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় এই ধরনের ঘটনা রুখতে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে।

কেন্দ্রের জারি করা এই নতুন আদর্শ কার্যপদ্ধতিতে বলা হয়েছে —

২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ 

অভিযোগ পাওয়ার পর অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ওই ছবি বা ভিডিয়ো অবিলম্বে, সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে তা যেন পুনরায় কোনওভাবে শেয়ার না হয়, সে ব্যবস্থাও নিতে হবে।

সহযোগিতা ও অভিযোগ জানানোর পথ

ভুক্তভোগী মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের অধীনস্থ ‘ওয়ান স্টপ সেন্টার’ (OSC)-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও, অভিযোগ জানানো যাবে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর মাধ্যমে।

আইনি সহায়তা ও কাউন্সেলিং

ওয়ান স্টপ সেন্টারগুলি অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে আইনি পরামর্শ, মানসিক কাউন্সেলিং এবং প্রয়োজনে পুলিশে অভিযোগ দায়ের করতে সহযোগিতা করবে।

গ্রিভান্স রেডরেসাল মেকানিজম

ভুক্তভোগী অনলাইন প্ল্যাটফর্মের গ্রিভান্স অফিসার-এর কাছে অভিযোগ জানাতে পারবেন। যদি তাতে সন্তুষ্ট না হন, তাহলে বিষয়টি গ্রিভান্স আপিল কমিটি (GAC)-র কাছে তোলা যাবে।

দ্রুত পুলিশি ব্যবস্থা

এনসিসিআই (Non-Consensual Intimate Imagery) সংক্রান্ত অভিযোগ পেলে পুলিশকে অবিলম্বে NCRP-তে রিপোর্ট করতে হবে। অভিযোগকারী এফআইআর দায়ের করতে চাইলে, তাও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রের এই পদক্ষেপ অনলাইন হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এক বড় পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাঁদের মতে, এই নির্দেশিকা কার্যকর হলে সোশ্যাল মিডিয়ায় অনুমতি ছাড়া ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version