Home খবর দেশ আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের কর্মীদের মধ্যে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছেন। কেজরিওয়াল ইতিমধ্যেই বলেছেন, “নির্বাচনে প্রচারের সুযোগ পেয়েছি। দেশের কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানাই।” আজ, শনিবার দলীয় প্রার্থীর হয়ে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

জেল থেকে বেরিয়ে আসার পর কেজরিওয়াল বলেন, “আমাদের দেশ চার হাজার বছরের পুরনো হলেও স্বৈরাচারের সময় পার করছে। আমাদের দেশ একটি মহান দেশ। কিন্তু যখনই কেউ এদেশে স্বৈরাচার চাপানোর চেষ্টা করেছে, জনগণ তাকে কখনোই প্রশ্রয় দেয়নি। আমি তার বিরুদ্ধে মন-প্রাণ দিয়ে লড়ছি। দেশের ১৪০ কোটি মানুষকে একসঙ্গে এই স্বৈরাচারকে পরাজিত করতে হবে।”

একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শনিবার দক্ষিণ দিল্লিতে আম আদমি পার্টির রোড শো রয়েছে। আমি সেই রোড শোতে অংশ নেব। আমার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন।” জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির আপ প্রার্থী সহিরাম পহেলওয়ানের হয়ে এ দিন রোড শো করবেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত ১ জুন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। দিল্লি সরকারের অধুনা বাতিল আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত কেজরিওয়ালকে আবার ২ জুন জেলে ফিরে আসতে হবে বলে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দে-কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

নতুন করে জামিন না পেলে লোকসভা ভোটের গণনার দিনে (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে। ভোটগণনার দিনে তিনি যাতে জেলের বাইরে থাকতে পারেন, সেই আর্জিও জানান দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান তিতি। তবে তাতে সরাসরি ‘না’ বলে দিয়েছে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: ১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version