Homeখবরদেশআজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের কর্মীদের মধ্যে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছেন। কেজরিওয়াল ইতিমধ্যেই বলেছেন, “নির্বাচনে প্রচারের সুযোগ পেয়েছি। দেশের কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানাই।” আজ, শনিবার দলীয় প্রার্থীর হয়ে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

জেল থেকে বেরিয়ে আসার পর কেজরিওয়াল বলেন, “আমাদের দেশ চার হাজার বছরের পুরনো হলেও স্বৈরাচারের সময় পার করছে। আমাদের দেশ একটি মহান দেশ। কিন্তু যখনই কেউ এদেশে স্বৈরাচার চাপানোর চেষ্টা করেছে, জনগণ তাকে কখনোই প্রশ্রয় দেয়নি। আমি তার বিরুদ্ধে মন-প্রাণ দিয়ে লড়ছি। দেশের ১৪০ কোটি মানুষকে একসঙ্গে এই স্বৈরাচারকে পরাজিত করতে হবে।”

একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শনিবার দক্ষিণ দিল্লিতে আম আদমি পার্টির রোড শো রয়েছে। আমি সেই রোড শোতে অংশ নেব। আমার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন।” জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির আপ প্রার্থী সহিরাম পহেলওয়ানের হয়ে এ দিন রোড শো করবেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত ১ জুন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। দিল্লি সরকারের অধুনা বাতিল আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত কেজরিওয়ালকে আবার ২ জুন জেলে ফিরে আসতে হবে বলে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দে-কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

নতুন করে জামিন না পেলে লোকসভা ভোটের গণনার দিনে (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে। ভোটগণনার দিনে তিনি যাতে জেলের বাইরে থাকতে পারেন, সেই আর্জিও জানান দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান তিতি। তবে তাতে সরাসরি ‘না’ বলে দিয়েছে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: ১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...