Home খবর দেশ কর্নাটকে ইজরায়েলি তরুণী ও তাঁর সঙ্গিনীকে ‘গণধর্ষণ’, সঙ্গী যুবকের দেহ উদ্ধার

কর্নাটকে ইজরায়েলি তরুণী ও তাঁর সঙ্গিনীকে ‘গণধর্ষণ’, সঙ্গী যুবকের দেহ উদ্ধার

0

কর্নাটকের কোপ্পালে ভয়াবহ অপরাধের শিকার হলেন এক ইজরায়েলি তরুণী ও স্থানীয় এক মহিলা। বৃহস্পতিবার রাতে তুঙ্গভদ্রা নদীর খালের ধারে ঘুরতে গিয়ে তিন দুষ্কৃতীর হামলার শিকার হন তাঁরা। শুধু ধর্ষণই নয়, ওই হামলায় তিন যুবককেও বেধড়ক মারধর করে খালে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে তাঁদের মধ্যে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।

বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোপ্পালে আমেরিকার এক পর্যটক ড্যানিয়েল এবং ইজরায়েলের ওই তরুণী এসেছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ, ওড়িশার বিভাস এবং স্থানীয় এক হোম স্টে-র মালকিন। রাতের সৌন্দর্য উপভোগ করতে তাঁরা তুঙ্গভদ্রার লেফ্ট ব্যাঙ্ক ক্যানালের ধারে গিয়েছিলেন।

রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎ তিনজন যুবক বাইকে করে এসে প্রথমে নিকটবর্তী পেট্রল পাম্পের ঠিকানা জানতে চান। পরে পর্যটকদের কাছে ১০০ টাকা দাবি করেন। তাঁরা রাজি না হওয়ায় দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। আমেরিকান পর্যটককে বেধড়ক মারধর করা হয়। অন্যদেরও মারধর করে খালে ফেলে দেওয়া হয়।

পঙ্কজ ও ড্যানিয়েল কোনওরকমে সাঁতরে প্রাণ বাঁচাতে পারলেও বিভাস তলিয়ে যান। পরে তাঁর দেহ প্রায় দুই কিলোমিটার দূরে উদ্ধার হয়। যুবকদের খালে ফেলে দেওয়ার পর দুষ্কৃতীরা দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে এবং বাইকে করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। কোপ্পালের এসপি রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version