আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়, এই সিদ্ধান্তের পূর্ণ প্রভাব বোঝার চেষ্টা চলছে এবং পরবর্তী পদক্ষেপের আগে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভারত এবং আমেরিকার শিল্পক্ষেত্রের আসল শক্তি নিহিত আছে উদ্ভাবন ও সৃজনশীলতায়। ভবিষ্যতের পথ নির্ধারণ করতে দুই দেশই পরস্পরের সঙ্গে পরামর্শ চালাবে বলে আশা করা হচ্ছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দক্ষ জনশক্তির আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা দুই দেশের অর্থনীতি, প্রতিযোগিতা, উদ্ভাবন এবং প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নীতিনির্ধারকেরা এই সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করবেন দুই দেশের সুদৃঢ় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ মাথায় রেখে।
Our statement regarding restrictions to the US H1B visa program⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) September 20, 2025
🔗 https://t.co/fkOjHIxEu9 pic.twitter.com/1rM9W3GYqC
তবে মন্ত্রক স্বীকার করেছে, এই পদক্ষেপ পরিবারগুলির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আশা করি আমেরিকার কর্তৃপক্ষ এই সমস্যার যথাযথ সমাধান খুঁজে বের করবে।”
ভারতীয় শিল্পমহলও প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, H1-B ভিসা সংক্রান্ত কিছু পরিবর্তন স্পষ্ট হয়েছে, তবে এর পূর্ণাঙ্গ প্রভাব এখনও মূল্যায়ন করা বাকি।