Home খবর দেশ মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে...

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

mantha cyclone update

প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র দাপটে নড়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূল। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল বা সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূল অতিক্রম করবে মোন্থা।

ল্যান্ডফলের পরে ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে দক্ষিণ ওড়িশা–ছত্তীসগঢ় সীমান্তে, তারপর ঝাড়খণ্ড হয়ে নেপাল–উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের দিকে এগোবে বলে পূর্বাভাস। স্থলভাগে প্রবেশের পর থেকেই মোন্থার শক্তিক্ষয় শুরু হবে, এবং ধীরে ধীরে তা গভীর নিম্নচাপ → সুস্পষ্ট নিম্নচাপ → সাধারণ নিম্নচাপ → ঘূর্ণাবর্ত-এ পরিণত হবে।

সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চল
ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে তীব্র হবে উত্তর অন্ধ্রপ্রদেশ, উত্তর তেলেঙ্গানা, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তীসগঢ়ে। এই অঞ্চলগুলিতে ২৮ ও ২৯ অক্টোবরের মধ্যে চরম অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ ওড়িশার কোরাপুট সংলগ্ন পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিমবঙ্গে প্রভাব (৩ ভাগে বিভক্ত)

১️. কলকাতা, উপকূল ও পার্শ্ববর্তী এলাকা:
২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ অল্পস্বল্প বৃষ্টি হলেও ২৯ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাঝারি বৃষ্টি ও কিছু এলাকায় স্বল্প সময়ের ভারী বৃষ্টির সম্ভাবনা।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আউটার ব্যান্ডের মেঘ উপকূলীয় পশ্চিমবঙ্গের আকাশে প্রবেশ করেছে।

২️. পশ্চিম ও মধ্যবঙ্গের জেলা:
২৯ ও ৩০ অক্টোবর এই অঞ্চলে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগ বা বিপর্যয়ের আশঙ্কা নেই।

৩️. উত্তরবঙ্গ:
৩০ ও ৩১ অক্টোবর দফায় দফায় ভারী বৃষ্টি, এবং ৩১ অক্টোবর কিছু জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
৩১ অক্টোবর ও ১ নভেম্বর অসমেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

 এই পূর্বাভাস বর্তমান পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যা পরিবর্তনশীল। মোন্থার গতিপথ ও শক্তির ওপর পরবর্তী আপডেট নির্ভর করবে। আবহাওয়া দফতর নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার এবং উপকূলীয় এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version