Home খবর দেশ বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

Bihar Elections 2025

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের এক সপ্তাহেরও কম বাকি থাকতেই একগুচ্ছ প্রতিশ্রুতিতে ভরপুর ইস্তাহার প্রকাশ করল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। শুক্রবার পাটনায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একসঙ্গে ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেন। এই জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি-সহ একাধিক দল।

ইস্তাহারের মূল প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে — এক কোটি সরকারি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, ৫০ লক্ষ পাকা বাড়ি, বিনামূল্যে রেশন ও ১২৫ ইউনিট ফ্রি বিদ্যুৎ, এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

যুব ও কর্মসংস্থান

বিহারের কর্মসংস্থানের সংকট মেটাতে ‘স্কিল সেন্সাস’ করার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ। প্রতিটি জেলায় তৈরি হবে মেগা স্কিল সেন্টার, যাতে রাজ্যের প্রতিটি যুবক-যুবতী দক্ষতার ভিত্তিতে চাকরির সুযোগ পান।

বিহারকে ‘গ্লোবাল স্কিলিং সেন্টার’-এ পরিণত করার লক্ষ্য নিয়েছে জোট সরকার। এছাড়া, ‘বিহার স্পোর্টস সিটি’-তে তৈরি হবে একাধিক Centre of Excellence

মহিলা ক্ষমতায়ন

মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রতিটি মহিলা পাবেন সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এনডিএ-র লক্ষ্য, এক কোটি মহিলাকে ‘লক্ষপতি দিদি’ হিসেবে গড়ে তোলা — অর্থাৎ বছরে অন্তত এক লক্ষ টাকা আয় নিশ্চিত করা।
এছাড়া ‘মিশন কোটিপতি’-এর মাধ্যমে মহিলা উদ্যোক্তাদের কোটি টাকার ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে।

পরিকাঠামো উন্নয়ন

রাজ্যে তৈরি হবে ৭টি এক্সপ্রেসওয়ে এবং আধুনিকীকরণ করা হবে ৩,৬০০ কিমি রেললাইন। পাটনা, দরভাঙ্গা, পূর্ণিয়া এবং ভাগলপুরে গড়ে উঠবে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি ৪টি শহরে আসছে মেট্রো পরিষেবা।
প্রতিটি জেলায় ১০টি করে নতুন শিল্পপার্ক ও ১০০টি এমএসএমই হাব তৈরির ঘোষণা করা হয়েছে।

বিশ্বমানের ডিফেন্স করিডর, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং পার্ক, এবং প্রতিটি জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এনডিএ জানিয়েছে, বিহারকে দক্ষিণ এশিয়ার টেক্সটাইল ও সিল্ক হাব হিসেবে গড়ে তোলা হবে।

 কৃষক স্বার্থে

সব ফসলের জন্য এমএসপি নিশ্চিত করার পাশাপাশি, চালু হচ্ছে ‘কার্পুরি ঠাকুর কৃষক সম্মান নিধি’— যার অধীনে কৃষকরা বছরে অতিরিক্ত ₹৩,০০০ পাবেন, অর্থাৎ মোট সাহায্য ₹৯,০০০।
মৎস্যজীবীদের সাহায্যও ₹৪,৫০০ থেকে বাড়িয়ে ₹৯,০০০ করা হবে। রাজ্যের কৃষি পরিকাঠামোয় ₹১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের আশ্বাস দিয়েছে এনডিএ।

 শিক্ষা

Education City’ গড়ে তোলার পাশাপাশি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের ‘KG to PG’ পর্যন্ত বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা, এবং মধ্যাহ্নভোজের সঙ্গে পুষ্টিকর প্রাতরাশের আশ্বাসও দিয়েছে জোট।

 সামাজিক ন্যায়

তপশিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি মহকুমায় আবাসিক স্কুল তৈরি হবে। উচ্চশিক্ষা নেওয়া এসসি শিক্ষার্থীদের মাসে ₹২,০০০ ভাতা দেওয়া হবে।
অত্যন্ত পশ্চাদপদ শ্রেণির (EBC) জন্য সর্বোচ্চ ₹১০ লক্ষ পর্যন্ত সহায়তার ঘোষণা করা হয়েছে।

ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য

মা সীতার জন্মস্থানকে বিশ্বমানের আধ্যাত্মিক শহর ‘সীতাপুরম’-এ পরিণত করার পরিকল্পনা নিয়েছে এনডিএ। পাশাপাশি বিষ্ণুপদ করিডর, মহাবোধি করিডর, রামায়ণ, জৈন, বৌদ্ধগঙ্গা সার্কিট তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version