ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় বড়োসড়ো মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে নিহত ১০ জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান-সহ ১১ জন। আধিকারিকরা জানিয়েছেন, দান্তেওয়াড়া মাওবাদী হামলায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।
জানা গিয়েছে, দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ানদের নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেটাতেই আইইডি হামলা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মাওবাদীরা আইইডি বসিয়েছিল। যে এলাকায় বিস্ফোরণটি হয়েছে সেটি রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
জানা গিয়েছে, যাঁদের উপর হামলা হয়েছে তাঁরা ওই এলাকায় মাওবাদী দমন অভিযানের দায়িত্বে ছিলেন। এ কথা জানিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী টুইটারে জানান, মাওবাদীদের ছাড়া হবে না। ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চলছে এবং তা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
#WATCH | On reports of an IED attack by naxals on security personnel in Dantewada, claiming the lives of 11 personnel, Chhattisgarh CM Bhupesh Baghel says, "There is such information with us. It is very saddening. My condolences to the bereaved families. This fight is in its last… https://t.co/n1YV67sIoi pic.twitter.com/CC8Dj0uAca
— ANI (@ANI) April 26, 2023
গোটা ঘটনা নিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাঁরা মারা গিয়েছে, তাঁদের নিয়েও কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোটা ঘটনায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “দান্তেওয়াড়ায় ছত্তীসগঢ় পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানাই। হামলায় আমরা যে সাহসী কর্মীদের হারিয়েছি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।”
প্রসঙ্গত, মাওবাদীদের দমন করতে স্থানীয় আদিবাসীদের নিয়ে ডিআরজি বাহিনী তৈরি করে ছত্তীসগঢ় পুলিশ। গত কয়েক বছরে বস্তার ও দান্তেওয়াড়ায় একাধিক সফল অভিযান চালিয়েছে এই বিশেষ বাহিনী।
আরও পড়ুন: রাজধানী খার্তুম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি! যুদ্ধবিধ্বস্ত সুদানের ভাইরাল ভিডিও