Home খবর দেশ গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

মহারাষ্ট্র: সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরনিগমে কাউন্সিলর হিসেবে জয়ী হলেন। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) ভোটগণনার ফল প্রকাশিত হলে দেখা যায়, জালনা পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।

ভোটগণনা সূত্রে জানা গিয়েছে, শ্রীকান্ত পাঙ্গারকর পেয়েছেন ২,৬৬১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাওসাহেব ধোবলে পেয়েছেন ২,৪৭৭টি ভোট। মাত্র ১৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাঙ্গারকর। শিবসেনা ছাড়া প্রায় সব বড় রাজনৈতিক দলই তাঁর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে গুলি করে খুন করা হয় গৌরী লঙ্কেশকে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়। তদন্তের পর ২০১৮ সালের অগস্টে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস) শ্রীকান্ত পাঙ্গারকরকে বিস্ফোরক আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং ইউএপিএ-র ধারায় গ্রেফতার করে। পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কর্ণাটক হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।

রাজনৈতিক জীবনে পাঙ্গারকর নতুন নন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জালনা পুরসভার সদস্য ছিলেন, তখন শিবসেনা অবিভক্ত ছিল। ২০১১ সালে শিবসেনার টিকিট না পাওয়ার পরে তিনি ডানপন্থী সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতিতে যোগ দেন। নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েন তিনি।

এদিকে, সামগ্রিকভাবে জালনা পুরনিগমে নিয়ন্ত্রণ দখলের দিকে এগোচ্ছে বিজেপি বলেই ভোটগণনার প্রবণতায় ইঙ্গিত মিলেছে।  বিএমসি বা বৃহন্মুম্বইয়ে বিজেপি এবং শিণ্ডে সেনা জোটের জয়জয়কার। মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোট গণনা এখনও চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version