Home খবর দেশ দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বিজেপিতে জল্পনা তুঙ্গে

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বিজেপিতে জল্পনা তুঙ্গে

0

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পথে বিজেপি। ভোট গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৭০ আসনের বিধানসভায় ৩৬-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে গেরুয়া শিবির। ফলে দিল্লির মসনদ পুনরুদ্ধারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে তারা।

এহেন পরিস্থিতিতে কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবার দাবি, “ফলাফল আমাদের প্রত্যাশার সঙ্গে মিলছে। তবে আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করব।” বিজেপির এই সাফল্যের কৃতিত্ব তিনি দলের কঠোর পরিশ্রম ও নেতৃত্বের দক্ষতাকে দিয়েছেন।

তা হলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এমন প্রশ্নে সচদেবা বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

টেলিভিশন রিপোর্ট অনুযায়ী, বিজেপি বর্তমানে ৪৬টি আসনে এগিয়ে রয়েছে, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) ২৪টি আসনে এগিয়ে রয়েছে, আর কংগ্রেস মাত্র একটিতে এগিয়ে।

দিল্লির রাজনীতিতে গত এক দশক ধরে আপের একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। অন্য দিকে, ১৯৯৮ সালের পর থেকে দিল্লির ক্ষমতা থেকে বাইরে ছিল বিজেপি। তারাই এ বার ফের সরকার গঠনের পথে। কংগ্রেস যারা ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা ১৫ বছর দিল্লি শাসন করলেও এ বারের নির্বাচনে আবারও শূন্য হাতে ফিরতে চলেছে বলে ইঙ্গিত মিলছে।

এখন প্রশ্ন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কে? উত্তরের জন্য নজর থাকছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকে।

দিল্লি ভোটের ফলাফল সংক্রান্ত অন্য প্রতিবেদনগুলি পড়ুন এখানে:

কে এই প্রবেশ বর্মা? যাঁর কাছে হারতে হল অরবিন্দ কেজরিওয়ালকে

‘ক্ষমতা ও অর্থের প্রলোভনে পথভ্রষ্ট’, দিল্লির ফলাফলে কেজরির কড়া সমালোচনা অণ্ণা হজারের

দিল্লি ফের বিজেপির! শূন্য হাতে ফিরলেও আপ-এর চাপ বাড়াতে সফল কংগ্রেস

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়, আপের ১০ বছরের একচ্ছত্র আধিপত্যে ইতি!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version