Home খবর দেশ ‘বদলা নয় বদল’, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েই জানিয়ে দিলেন দেবেন্দ্র...

‘বদলা নয় বদল’, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েই জানিয়ে দিলেন দেবেন্দ্র ফডণবীস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন দেবেন্দ্র ফডণবীস। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, তাঁর নেতৃত্বে রাজ্যে হবে স্থিতিশীল সরকার, যা বদলের রাজনীতি করবে, প্রতিশোধের নয়।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি-শিবসেনা জোট ভেঙে যায়। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস মিলে গঠন করেছিল মহা বিকাশ আঘাডি (MVA) সরকার। ২০২২ সালে একনাথ শিন্ডের বিদ্রোহের ফলে শিবসেনা বিভক্ত হয়ে MVA সরকার পতন হয়। শিন্ডে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হন। সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র নির্বাচনের পরে, ৫ ডিসেম্বর দেবেন্দ্র ফডণবীস ফের মুখ্যমন্ত্রী পদে আসীন হন।

বদলের রাজনীতি, প্রতিশোধ নয়

দেবেন্দ্র ফডণবীস বলেন, “২০১৯ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত আমরা অনেক পরিবর্তন দেখেছি। আশা করি ভবিষ্যতে আর এমন ধাক্কা আসবে না।” তিনি আশ্বাস দেন, মহারাষ্ট্রের মহাযুতি সরকার হবে জনমুখী এবং স্বচ্ছ প্রশাসনের একটি উদাহরণ, যা দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

বিরোধী দলনেতার পদ নিয়ে বিতর্ক

মহারাষ্ট্রের বিধানসভায় বিরোধী দলনেতার (LoP) পদ নিয়ে প্রশ্ন উঠেছে। ২৮৮ আসনের বিধানসভায় MVA-র সদস্য সংখ্যা ৫০-এর কম। এই বিষয়ে নতুন স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফডণবীস উল্লেখ করেন, লোকসভায় প্রধান বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও, বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়।

স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তর কার হাতে?

গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তরের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “এই দপ্তর আমাদের সরকারের কাছেই থাকবে।”

একনাথ শিন্ডে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে না পারায় ক্ষুব্ধ কিনা, সেই প্রশ্নও ফডণবীস প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, শিন্ডে স্বেচ্ছায় সরকারের অংশ হতে রাজি হয়েছেন। “মূল নেতাকে সরকারে থাকতে হয় মসৃণ কার্যক্রম নিশ্চিত করতে,” বলেন ফডণবীস।

লাড়কি বাহিন যোজনা অব্যাহত থাকবে

মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, মহাযুতির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, লাড়কি বাহিন যোজনার আওতায় মহিলাদের মাসিক ভাতা ₹১,৫০০ থেকে ₹২,১০০-তে বাড়ানো হবে।বিশেষ অধিবেশন এবং মন্ত্রিসভা সম্প্রসারণ
ফডণবীস জানান, ৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনের বিশেষ অধিবেশনে নতুন স্পিকারের নির্বাচন হবে। চলতি মাসের শেষে নাগপুরে শীতকালীন অধিবেশনের আগে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে বলে জানিয়েছেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version