দিল্লি: রাজধানী দিল্লিতে রেশনে চাল-গমের পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার পরিকল্পনা করছে কেন্দ্র। প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও এই ব্যবস্থা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাইলট প্রোজেক্ট হিসাবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে এই পদ্ধতি কার্যকর হয়েছে।
দিল্লিতে নগদ রেশন
নগদে রেশন দেওয়ার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে আধিকারিক স্তরে একপ্রস্থ আলোচনা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই এই পদ্ধতির জন্য আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
রেশন ডিলারদের উদ্বেগ
কেন্দ্রের এই উদ্যোগের খবর প্রকাশ্যে আসতেই দেশের রেশন ডিলাররা আশঙ্কায় রয়েছেন। তাদের বক্তব্য, নগদ ট্রান্সফার শুরু হলে রেশন ডিলারদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ইতিমধ্যেই আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, বাংলা মডেল (সবার জন্য রেশন) ও তামিলনাডু মডেল (রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি) চালুর দাবিতে এপ্রিল মাস থেকে ধারাবাহিকভাবে আন্দোলন হবে।
প্রয়োজনে জঙ্গি আন্দোলন
বিশ্বম্ভর বসু জানিয়েছেন, আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হলেও প্রয়োজনে জঙ্গি আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। কেন্দ্র সরকার ডিলারদের কমিশন বৃদ্ধি নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। এবারের বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রেশন ডিলারদের প্রতিনিধিরা। নির্মলার কাছে নিজেদের দাবি তুলে ধরলেও তাতে আশাব্যঞ্জক উত্তর মেলেনি। আন্দোলনের কর্মসূচি ঘোষণা থেকেই বোঝা যাচ্ছে, সরকারের সঙ্গে আলোচনা থেকে ডিলাররা কোনো সুরাহা পাননি।
সংগঠনের দাবি
রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে আসছে। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কর্ণপাত না করায় ডিলারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দাবি করছেন, বাংলা মডেল চালু করে সবার জন্য রেশন নিশ্চিত করা হোক এবং তামিলনাডু মডেলের আদলে রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।
আন্দোলন গড়াতে পারে জাতীয় পর্যায়ে
আন্দোলন শান্তিপূর্ণ হলেও প্রয়োজনে দেশজুড়ে জঙ্গি আন্দোলনের রাস্তায় হাঁটবেন বলেও সতর্ক করেছেন বিশ্বম্ভর বসু। রেশন ডিলারদের এই ক্ষোভ ও আন্দোলন কেন্দ্র সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।