অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসকেন্দ্র অসমের কার্বি আংলং জেলায় বলে জানা গেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। প্রাথমিক খবরে জানা গেছে, গুয়াহাটি ছাড়াও অসমের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি।
উল্লেখ্য, ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হচ্ছে অসম-সহ গোটা উত্তর-পূর্ব ভারত। এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এই অঞ্চল সিসমিক জোন ‘ফাইভ’-এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে প্রচণ্ড কম্পনের আশঙ্কা বেশি। এর ফলে প্রায়ই রাজ্যে ভূকম্পন অনুভূত হয়। চলতি বছরেও একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম-সহ উত্তর-পূর্ব ভারত।