ত্রিপুরার বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি জোট। নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবিরই। আর মেঘালয়ে ত্রিশঙ্কু। সোমবার কয়েকটি বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।
ত্রিপুরা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা বলছে ৬০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং তার সহযোগী জনজাতি দল আইপিএফটি মিলে পেতে পারে ৩৬ থেকে ৪৫টি। বাম-কংগ্রেস জোট ৬-১১, তিপ্রা মথা ৯-১৬টি বিধানসভায় জিতবে।
নাগাল্যান্ড
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা বলছে, এনডিপিপি পেতে পারে ৩৮-৪৮টি আসন। যেখানে এনপিএফের ঝুলিতে যেতে পারে ৩-৮টি। কংগ্রেস ১-২টি আসনে জয়ী হলেও হতে পারে। অন্যান্য ৫-১৫টি।
মেঘালয়
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসে বলা হয়েছে, ত্রিশঙ্কু মেঘালয়ে ৫-৯টি আসনে জিততে পারে তৃণমূল। ১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে এনপিপি। ৮-১২ টি আসনে জিততে পারে ইউডিপি। ৪-৮টি আসনে জিততে পারে বিজেপি। অন্যান্যরা ৪-৮টি আসনে জিততে পারে অন্যান্য।