Home খবর দেশ প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল প্রয়াত

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল প্রয়াত

0

নয়াদিল্লি: ৬৩ বছর বয়সেই চলে গেলেন রোহিত বল। বেশ কিছু দিন ধরেই হৃদযন্ত্রের সমস‍্যায় ভুগছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই শুক্রবার রাতে প্রয়াত হলেন তিনি। এই খবর দিয়েছেন ভারতের ফ‍্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি। এই গুণী শিল্পীর মৃত‍্যুর খবরে ফ‍্যাশনজগত শোকে মুহ্যমান।

কয়েক বছর ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় জর্জরিত হয়েছেন রোহিত বল। কিডনির সমস‍্যা থেকে শুরু করে প‍্যানক্রিয়াসাইটিস। আর হার্টের সমস্যা তো দীর্ঘদিন ধরে ছিলই। ২০১০-এর ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়। ২০২৩ সালে তাঁর শারীরিক অবস্থার সাংঘাতিক অবনতি ঘটে। তাঁকে একসময়ে বেশ কিছু দিন ভেন্টিলেশনেও থাকতে হয়েছিল। তবে সে বার বিপদ কাটিয়ে ফিরে আসেন তিনি এবং গত অক্টোবরেই ফের পাদপ্রদীপের আলোয় চলে আসেন।

দিল্লিতে আয়োজিত এক ফ‍্যাশন শোয়ে নিজের ডিজাইন করা কালো রঙের ভেলভেটের নকশাওয়ালা লেহঙ্গা পরিয়ে মার্জার সরণিতে হাঁটিয়েছিলেন অনন‍্যা পাণ্ডেকে। রোহিতের সেই ডিজাইনের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ফ‍্যাশন সমালোচকেরা। আর রোহিতের মুখে ছিল বিজয়ের হাসি, বহু দিন পর।

কাশ্মীরি পণ্ডিত পরিবারের সন্তান রোহিত বলের জন্ম শ্রীনগরে। ১৯৮৬ সালে তিনি ফ্যাশন দুনিয়ায় প্রবেশ করেন। তিন দশক ধরে ফ্যাশন দুনিয়াকে আলোকিত করে রেখেছিলেন। বহু পুরস্কার তিনি পেয়েছেন। ২০০১ এবং ২০০৪ সালে ‘ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘ডিজ়াইনার অফ দ‍্য ইয়ার’ নির্বাচিত হন। ২০০৬ সালে পান ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’। ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও পুরস্কৃত হন রোহিত। শুধু বলিউডই নয়, হলিউডের তাবড় শিল্পীদেরও নিজের ডিজাইন করা পোশাকে সাজিয়েছেন রোহিত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version