Home খবর দেশ এমএসপি-র আইনি স্বীকৃতির দাবি, এবারও সাধারণতন্ত্র দিবসে শ’য়ে শ’য়ে কৃষকদের ট্র্যাক্টর...

এমএসপি-র আইনি স্বীকৃতির দাবি, এবারও সাধারণতন্ত্র দিবসে শ’য়ে শ’য়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল

বারও সাধারণতন্ত্র দিবসে শ'য়ে শ'য়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল
বারও সাধারণতন্ত্র দিবসে শ'য়ে শ'য়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল

সাধারণতন্ত্র দিবসের উৎসবের মাঝে নিজেদের দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন হরিয়ানার শত শত কৃষক। রবিবার সকালে সংযুক্ত কিসান মোর্চার (এসকেএম) নেতৃত্বে কার্নাল থেকে শুরু হয় বিশাল ট্র্যাক্টর মিছিল। দাবি একটাই—ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র আইনি স্বীকৃতি।

চলতি বছরের ৮ জানুয়ারি এসকেএম দেশজুড়ে ট্র্যাক্টর মিছিলের ডাক দেয়। সেই আহ্বানে সাড়া দিয়ে রবিবার সকাল থেকেই হরিয়ানা, পঞ্জাব, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা মিছিলে অংশগ্রহণ করেন। এসকেএম জানান, এই প্রতিবাদ কর্মসূচি দুপুর আড়াইটে পর্যন্ত চলবে।

পঞ্জাবের কৃষক নেতা সরওয়ান সিংহ পন্ধের বলেন, “৭৫ বছর আগে সংবিধান গৃহীত হয়েছিল। কিন্তু আজও কৃষক ও শ্রমিকদের দাবিকে কেন্দ্র গুরুত্ব দেয় না। তাদের কণ্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা চলছে।”

এটি প্রথম নয়। ২০২১ সালের সাধারণতন্ত্র দিবসেও কৃষকদের ট্র্যাক্টর মিছিল নিয়ে উত্তেজনা ছড়ায়। সেই সময় দিল্লির লাল কেল্লা চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। কৃষকদের বিভিন্ন দাবির মধ্যে এমএসপি ছাড়াও রয়েছে কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা, এবং বিদ্যুতের বিল বৃদ্ধি বন্ধ করা।

২০২৩ সালের শেষের দিকে কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল ‘আমরণ অনশন’-এ বসেন। ৫৫ দিনের দীর্ঘ অনশনের পর কেন্দ্রের মৌখিক আশ্বাস পেয়ে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন তিনি। তবে আন্দোলন পুরোপুরি থামেনি।

কৃষকরা জানিয়েছেন, এমএসপি-র আইনি স্বীকৃতি না মেলা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। “সরকার যতক্ষণ না আমাদের দাবিগুলি পূরণ করছে, ততক্ষণ আমরা মাঠে থাকব,” জানিয়েছেন এক কৃষক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version