Home খবর দেশ দিল্লিতে তাজ এক্সপ্রেসের তিনটি কোচে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

দিল্লিতে তাজ এক্সপ্রেসের তিনটি কোচে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

0
তাজ এক্সপ্রেসে আগুন। ছবি এএনআই-এর 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: সোমবার বিকেলে দিল্লিতে তাজ এক্সপ্রেসের তিনটি কোচে আগুন লাগে। ট্রেনটি যখন ওখলা এবং তুঘলকাবাদ স্টেশনের মধ্যে ছুটছিল তখন আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী যায়। কোনো যাত্রী জখম হননি।

ঝাঁসিগামী তাজ এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশন ছেড়ে যখন দিল্লি শহরের সরিতা বিহারে অ্যাপোলো হাসপাতালের কাছে ছিল তখনই ট্রেনটির ৩টি কোচে আগুন লাগে। যাত্রীদের ওই কোচগুলি থেকে অন্য কোচে নিয়ে যাওয়া হয়। ফলে কেউ জখম হননি বলে পুলিশ জানিয়েছে।

ডিসিপি (রেলওয়েজ) কে পি এস মালহোত্রা বলেন, “বিকেল ৪টে ৪১ মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুম থেকে একটি ফোন আসে। তাতে বলা হয়, হজরত নিজামুদ্দিন স্টেশনে একটি ট্রেনে আগুল লেগেছে। জায়গাটা অ্যাপোলো হাসপাতালের কাছে। অনুসন্ধানকারী আধিকারিক (ইনভেস্টিগেটিং অফিসার) ঘটনাস্থলে পৌঁছোন। গিয়ে দেখেন ডি২, ডী৩ এবং ডি৪ কোচে আগুন লেগেছে। এই তিনটি কোচের মধ্যে একটি চেয়ার কার এবং বাকি দুটি সাধারণ কামরা।”

ডিসিপি জানান, ট্রেনটি তখন ওখলা এবং তুঘলকাবাদ স্টেশনের মধ্যে ছুটছিল।ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়। কোনো যাত্রী জখম হননি কারণ ততক্ষণে যাত্রীদের অন্য কামরায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কোচগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল দফতর পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।”

দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ জানান, সরিতা বিহার এলাকা থেকে একটি যাত্রী ট্রেনে আগুন লাগার খবর পাই আমরা। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং ৪০ মিনিটের মধ্যে আগুন আয়ত্তে আনে।”

আরও পড়ুন

ভোটগণনার মধ্যেই মঙ্গলবার বৈঠকে বসতে পারে ‘ইন্ডিয়া’জোট, আগ্রহ দেখিয়েছেন মমতাও, দাবি সূত্রের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version