ভারতজুড়ে অষ্টাদশ লোকসভা ভোটের গণনাপর্ব শুরু হওয়ার আগেই মঙ্গলবার বৈঠকে বসতে পারেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। কংগ্রেসের একটি সূত্র উদ্ধৃত করে সোমবার প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। সূত্রের দাবি, মঙ্গলবার বিকেলে বা বুধবার সকালে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে ওই বৈঠক হতে পারে।
কংগ্রেস সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠক নিয়ে আগ্রহ দেখিয়েছেন।
গত শনিবার দুপুরে খড়্গের বাড়িতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও এনসিপি (শরদ) সভাপতি শরদ পওয়ার, আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জেএমএম নেত্রী কল্পনা সোরেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিল্লির ওই বৈঠকে ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, তবে তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ৭২ ঘণ্টার মধ্যেই আবার নতুন করে বৈঠক কেন? কংগ্রেসের সূত্র জানাচ্ছে, ভোট-পরবর্তী কৌশল ঝালিয়ে নিতেই বিরোধী নেতানেত্রীরা আবার আলোচনায় বসছেন। পাশাপাশি, ভোটগণনা সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানাতে যৌথভাবে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা।
বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এই বৈঠকের মাধ্যমে নিজেদের কৌশল ও অবস্থান পরিষ্কার করতে চাইছে। ভোটগণনার মধ্যেই তাদের এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এই বৈঠকের মাধ্যমে তারা ভোটের ফলাফল ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করবেন। নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানাতে যাওয়ার প্রস্তুতি তাদের ভবিষ্যৎ কৌশলের একটি অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এই বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি কীভাবে নিজেদের কৌশল নির্ধারণ করবে, সেই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। ‘ইন্ডিয়া’ জোটের এই পদক্ষেপ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যকলাপের দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন। ‘জাস্ট ওয়েট এন্ড সি!’এক্সিট পোল নিয়ে মুখ খুললেন সনিয়া গান্ধী