Home খবর দেশ ইতিহাসে প্রথমবার, রাষ্ট্রপতি ভবনে বিয়ে হবে মহিলা CRPF অফিসারের

ইতিহাসে প্রথমবার, রাষ্ট্রপতি ভবনে বিয়ে হবে মহিলা CRPF অফিসারের

এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এক মহিলা CRPF অফিসারের বিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৫, রাষ্ট্রপতি ভবনে বিয়ে করতে চলেছেন পুনম গুপ্তা। পুনম একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং বর্তমানে রাষ্ট্রপতি ভবনে পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) হিসেবে কর্মরত। তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অবনীশ কুমার, যিনি জম্মু ও কাশ্মীরে CRPF-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিযুক্ত।

নিরাপত্তার কারণে এই বিয়ের আয়োজন হবে সীমিত পরিসরে, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে এই প্রথমবার কোনও কর্মরত অফিসারের বিয়ে এখানে অনুষ্ঠিত হতে চলেছে।

রাষ্ট্রপতি ভবনে এর আগে কী বিয়ে হয়েছে?

রাষ্ট্রপতি ভবন মাঝে মাঝে বিশেষ অনুমোদনের ভিত্তিতে বিয়ের আয়োজন করে। উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ব্যক্তিগত উদ্যোগে এক মার্কিন দম্পতিকে তাঁদের বিয়ের ভেন্যু সংকট থেকে উদ্ধার করতে সাহায্য করেছিলেন।

কোথায় হবে এই ঐতিহাসিক অনুষ্ঠান?

সূত্রের খবর অনুযায়ী, পুনম গুপ্তার বিয়ের আয়োজন হবে রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেসা ক্রাউন কমপ্লেক্সে, যা ভবনের অন্যতম মর্যাদাপূর্ণ অংশ। তবে রাষ্ট্রপতি ভবন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।

কে এই পুনম গুপ্তা?

শিক্ষাগত যোগ্যতা: পুনম গুপ্তা গণিত ও ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং জিওয়াজি বিশ্ববিদ্যালয়, গ্বালিয়র থেকে বি.এড. ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন: ২০১৮ সালের UPSC CAPF পরীক্ষায় ৮১তম স্থান অধিকার করে CRPF-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে যোগ দেন।

rastapai

বিশেষ সম্মান:

২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে CRPF-এর মহিলা কন্টিনজেন্টকে নেতৃত্ব দেন।

তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নজরে আসে, এবং রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজনে তিনি নিজে অনুমোদন দেন।

কী বলছেন বিশেষজ্ঞরা?

এই ঐতিহাসিক সিদ্ধান্তকে ‘নারী ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘রাষ্ট্রপতি ভবনে কোনও কর্মরত অফিসারের বিয়ে হওয়া শুধু প্রথমবার নয়, এটি ভবিষ্যতে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version