Home খবর দেশ জি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত...

জি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত খরচ করেছিল?

0
G20 Summit

শনিবার থেকে শুরু হওয়া দু’দিনের জি২০ শীর্ষ সম্মলনের জন্য ৪,১০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। তথ্যনুসারে ১২টি বিভাগের জন্য এই টাকা খরচ হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ২০২৩-২৪-এর বাজেটে জি ২০ সম্মলনের জন্য ৯৯০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, প্রকৃত খরচ বরাদ্দ বাজেটের তুলনায় চারগুণ বেশি।

এক নজরের দেখে নিন অন্যান্য দেশগুলি যখন এই সম্মলনের আয়োজন করে, তখন তারা কী পরিমাণ খরচ করেছিল।

১) ইন্দোনেশিয়া (২০২২)-৩৬৪ কোটি

২০২২-এ বালি জি ২০ সম্মলনের আয়োজন করেছিল ইন্দোনেশিয়া। সেই অনুষ্ঠানের জন্য ৩৬৪ কোটি টাকা খরচ করেছিল তারা।

২) জাপান (২০২৯)- ২৬৬০ কোটি

২০১৯-এ ওসাকায় জি ২০ সম্মলনের আয়োজন করে জাপান। এই আয়োজনের জন্য ২৬৬০ কোটি টাকা খবর করেছে তারা।

৩) আর্জেটিনা (২০১৮)-৯৩১ কোটি

২০১৮-তে বুয়েনস আয়ার্স, ইন্দোনেশিয়ায় জি২০ সম্মেলনের আয়োজন করে আর্জেটিনা। খরচ হয় ৯৩১ কোটি টাকা।

৪) জার্মানি (২০১৭)- ৬৪২ কোটি

হামবুর্গে জি ২০-র সম্মেলন করতে ৬৪২ কোটি টাকা খরচ করেছিল জার্মানি। দেশেটির জি ২০ সংক্রান্ত সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায়।

৫) চিন (২০১৬) -১.৯ লক্ষ কোটি

২০১৬ সালে জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় চিনের হাংঝোতে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন অনুসারে খরচে হয়ছিল প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা। 

৬) অস্ট্রেলিয়া (২০১৪) -২,৬৫৩ কোটি 

২০১৪ সালে জি ২০ শীর্ষ সম্মেলন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছিল। টরন্টো বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাক্ট শিট অনুসারে, সম্মেলনের আয়োজন করার জন্য ৪০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার এবং নিরাপত্তার জন্য ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছিল, সব মিলিয়ে যা ২,৬৫৩ কোটিরও বেশি।

৭) রাশিয়া (২০১৩)- ১৭০ কোটি

২০১৩ সালে সেন্ট পিটার্সবার্গ শীর্ষ সম্মেলনের আয়োজন করে রাশিয়া। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট শিট অনুযায়ী প্রায় ২ বিলিয়ন রাশিয়ান রুবেল, ১৭০ কোটি টাকারও বেশি খরচ হয়।

৮) ফ্রান্স (২০১১)- ৭১২ কোটি

টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট শিট অনুযায়ী, কানে অনুষ্ঠিত ২০১১ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে ৮০ মিলিয়ন ইউরো, প্রায় ৭১২ কোটি টাকা খরচ হয়েছিল।

৯) কানাডা (২০১০) – ৪৩৫১ কোটি টাকার

সূত্র অনুযায়ী, ২০১০ সালে কানাডার টরন্টোতে আয়োজিত এই সম্মলনে প্রায় ৪,৩৫১ কোটি টাকা খরচ হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version