২০২৪ হরিয়ানা বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, কংগ্রেস রাজ্যে শক্তিশালী প্রত্যাবর্তন করতে চলেছে।
বিভিন্ন সংস্থার এক্সিট পোলের পূর্বাভাসে, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কংগ্রেস ৫৫-৬২টি আসনে জয়ী হতে পারে, যা এক দশক পর তাদের সরকার গঠনের সম্ভাবনা দেখাচ্ছে। অন্যদিকে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০-৩২টি আসন পেতে পারে, ফলে তারা হ্যাটট্রিক মিস করতে চলেছে বলে জানা গেছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ৬১ শতাংশ। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সাইনি ও কংগ্রেসের মেওয়া সিংয়ের লড়াই লাদওয়া কেন্দ্রে। এছাড়া, গড়ি সামপলা-কিলোই কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুডা বিজেপি প্রার্থী মঞ্জু হুডার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক্সিট পোলের ফলাফল:
টাইমস নাও: বিজেপি ২২-৩২, কংগ্রেস ৫০-৬৪, অন্যান্য ২-৮
নিউজ ২৪-চাণক্য: বিজেপি ১৮-২৪, কংগ্রেস ৫৫-৬২, অন্যান্য ২-৫
রিপাবলিক টিভি-পি মার্ক: বিজেপি ১৮-২৪, কংগ্রেস ৫৫-৬২, অন্যান্য ২-৫
এর আগে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বেশিরভাগ সংস্থা বিজেপির বড় জয়ের পূর্বাভাস দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ত্রিশঙ্কু বিধানসভা হয় এবং বিজেপি সেবার জেজেপি ও নির্দল প্রার্থীদের সমর্থনে সরকার গঠন করে।
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস নাও, নিউজ ২৪-চাণক্য, রিপাবলিক টিভি।