Home খবর দেশ ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের গাফিলতি, হাথরাস কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা দিল সিট

ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের গাফিলতি, হাথরাস কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা দিল সিট

ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের গাফিলতি

হাথরাস, উত্তরপ্রদেশ: হাথরাসে ভোলে বাবার প্রার্থনা সভায় পদদলিত হয়ে ১২১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে বিভিন্ন প্রশাসনিক গাফিলতির কথা। তদন্তে জানা গিয়েছে, উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) এই সভার অনুমতি দিয়েছিলেন, তিনি কখনোই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেননি। রিপোর্টটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জমা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে যে, এসডিএম তাঁর ঊর্ধ্বতন কর্তাদের অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানাননি।

সিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আয়োজক এবং স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশ, অনুষ্ঠান পরিচালনায় অবহেলা করেছেন এবং যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। তারা এই অনুষ্ঠানটিকে যথাযথ গুরুত্ব দেননি।

২০২৪ আর্থিক বছরে সাড়ে ৪ কোটির বেশি কর্মসংস্থান তৈরি করেছে ভারত: আরবিআই রিপোর্ট

আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ হিসেবে দেখা গেছে, তারা পুলিশ যাচাই-বাছাই ছাড়াই ব্যক্তিদের নিয়োগ করেছিলেন।

স্থানীয় পুলিশও তাঁদের ঊর্ধ্বতন কর্তাদের সময়মতো এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে অবহিত করেনি, যা প্রটোকলের লঙ্ঘন বলে চিহ্নিত হয়েছে। তদন্ত দল মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত হয়ে ‘একটি বড় ষড়যন্ত্রের সম্ভাবনা’ উল্লেখ করেছে এবং আরও বিশদ তদন্তের সুপারিশ করেছে।

অতিরিক্ত পুলিশ ডিজি (আগ্রা জোন) অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড় ডিভিশনাল কমিশনার চৈত্রা ভি-র নেতৃত্বে থাকা সিট দলটি পদদলিত হওয়ার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত ভিড়কে চিহ্নিত করেছে।

আগের পুলিশ রিপোর্টে বলা হয়েছিল যে আয়োজকরা ৮০,০০০ লোকের উপস্থিতির অনুমান করেছিলেন, কিন্তু চূড়ান্ত গণনা ছিল ২.৫ লাখেরও বেশি। পুলিশ বিশ্বাস করে যে আয়োজকরা ইচ্ছাকৃতভাবে সংখ্যাটি কম দেখিয়েছিলেন, সম্ভবত কম বিধিনিষেধের মুখোমুখি হওয়ার জন্য এবং অতিরিক্ত ভিড় নিরাপত্তা ব্যবস্থা এড়ানোর জন্য। যাই হোক, নিরাপত্তার নূন্যতম ব্যবস্থাগুলোও পর্যাপ্ত ছিল না।

অন্যান্য রিপোর্ট থেকে জানা যায়, এই প্রথম নয় যে ভোলে বাবার প্রার্থনা সভায় প্রত্যাশিত উপস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে ভুল পথে চালিত করা হয়েছে। ২০২২ সালের মে মাসে, কোভিড মহামারির সময়, ফাররুখাবাদ জেলায় ৫০ জনের জন্য র‌্যালির অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেখানে ৫০,০০০ জনের বেশি মানুষের সমাবেশ ঘটেছিল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version