সিকিমে লাগাতার বৃষ্টির কারণে ফুঁসছে তিস্তা নদী। ধসের কারণে বিচ্ছিন্ন হয়েছে একাধিক রাস্তা, আর তিস্তার জলে ভেসে গিয়েছে বহু এলাকা। পরিস্থিতির চরম বিপাকে পড়েছেন পর্যটকেরা। হড়পা বানে নিখোঁজ অন্তত ৫ জন, ইতিমধ্যে একটি দেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ভুটান এবং সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ব্যাপক বৃষ্টির প্রভাব পড়ছে বঙ্গের নদীগুলিতে।
মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে সিকিমের মঙ্গন জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকে সেখানে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রিমিত খোলা ও রাফং খোলা নদী ফুঁসে উঠে জনপদে ঝাপিয়ে পড়েছে, উড়ে গেছে একাধিক রাস্তা। এই মুহূর্তে মঙ্গন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন, মোবাইল পরিষেবাও বন্ধ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রবল বর্ষণের কারণে হড়পা বানে ভেসে নিখোঁজ হয়েছে ৫ জন। মঙ্গন পুলিশ সূত্রে জানা গিয়েছে, রংরাং এর কাছে আমবিথাং-এ তিনজন নিখোঁজ, মঙ্গনের কাছে পাকশেপ এলাকায় নিখোঁজ দু’জন। গেইথাং ও নামপাথাং এলাকায় ভূমিধসে প্রচুর বাড়ি বিধ্বস্ত হয়েছে। ব্রিংবং আউট পোস্টের পুলিশ কর্মীদের নিরাপদ এলাকায় সরানো হয়েছে। সংকালং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেকোনও সময় সেটি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিংবং গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে।
Heavy rain in Sikkim leads to landslides in Mangan district; 1 dead, 5 missing. Mobile network down in large parts of North Sikkim. Cops in Mangan district have asked for one platoon of Sikkim Armed Police and the State Disaster Relief Force team to be sent to Mangan as soon as… pic.twitter.com/jz7GswoLWI
— Debanish Achom (@debanishachom) June 13, 2024
তিস্তা নদীর ফুঁসতে থাকার কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সিকিমের মেল্লি স্টেডিয়ামে নদীর জল ঢুকে পড়েছে। কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা প্লাবিত হয়েছে। জলপাইগুড়িতেও তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। শুধু তিস্তা নয়, মূর্তি, মাল সহ একাধিক নদীর জলস্তরও দ্রুত বাড়ছে।
আরও পড়ুন
- নেতাজির ১৫টি উক্তি, আজও অনুপ্রেরণা জোগায় প্রতিটি দেশবাসীকে
- নেতাজি সুভাষচন্দ্র বসু কি ‘যুদ্ধাপরাধী’? কী বলছেন গবেষক
- চৌরি চৌরার ঘটনায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার গান্ধীজির! কী বলেছিলেন নেতাজি
এদিকে সিকিমের লাচুংয়ে নতুন করে ধস নেমেছে। এতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জরুরি পদক্ষেপ নিচ্ছে, তবে প্রকৃতির এই বিরূপ আচরণে স্থানীয় মানুষজন চরম বিপর্যয়ের মুখোমুখি।
সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
Heavy rain in Sikkim leads to landslides in Mangan district; 1 dead, 5 missing. Mobile network down in large parts of North Sikkim. Cops in Mangan district have asked for one platoon of Sikkim Armed Police and the State Disaster Relief Force team to be sent to Mangan as soon as… pic.twitter.com/jz7GswoLWI
— Debanish Achom (@debanishachom) June 13, 2024