যাত্রীদের সুবিধার জন্য হোলির জন্য বিশেষ ট্রেন চালু করার ঘোষণা ভারতীয় রেলওয়ের। এই বিশেষ ট্রেনগুলো যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় করতে তৈরি করা হয়েছে, যাতে উৎসবের সময় সহজে গন্তব্যে পৌঁছানো যায়। প্রতিটি ট্রেনে ১৭টি কোচ থাকবে। এতে আরও বেশি সংখ্যক যাত্রী আরামদায়ক যাত্রার সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ বিশেষ ট্রেনগুলোর মধ্যে অন্যতম হল গোমতিনগর-মালদহ টাউন স্পেশাল (ট্রেন নম্বর ০৫০৮৪), যা ৬ মার্চ দুপুর ২টো ২০ মিনিটে গোমতিনগর থেকে ছাড়বে। এটি বারাবাঁকি, গোঁদা, বাসতি এবং গোরখপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে থেমে ৭ মার্চ দুপুর ২টো ৩০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে। একইভাবে, গোমতিনগর-ভাগলপুর স্পেশাল (ট্রেন নম্বর ০৫০৮৬) ৭ মার্চ গোমতিনগর থেকে ছেড়ে পরদিন সকাল ১০টা ৩৫ মিনিটে ভাগলপুরে পৌঁছাবে।
এছাড়া, গোরখপুর-আসানসোল স্পেশাল (ট্রেন নম্বর ০৫০৮৮) ৭ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে গোরখপুর থেকে ছেড়ে পরের দিন সকালে আসানসোলে পৌঁছাবে। গোরখপুর-হাওড়া স্পেশাল (ট্রেন নম্বর ০৫০৯০) ৯ মার্চ যাত্রা শুরু করে পরদিন সকালে হাওড়ায় পৌঁছাবে, যা কলকাতাগামী যাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে।
গাজীপুর সিটি থেকে শিয়ালদহগামী যাত্রীদের জন্য গাজীপুর সিটি-শিয়ালদহ স্পেশাল (ট্রেন নম্বর ০৫০৯২) ৬ মার্চ ছেড়ে পরের দিন সকালে শিয়ালদহ পৌঁছাবে। অন্যদিকে, কাটিহার-অমৃতসর-কাটিহার হোলি স্পেশাল (ট্রেন নম্বর ০৫৭৩৪/০৫৭৩৩) ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট চারবার চলবে। এই ট্রেনটি বৃহস্পতিবার কাটিহার থেকে ছেড়ে রবিবার অমৃতসর থেকে ফিরবে এবং এর পথে লখনউ ও কানপুর সেন্ট্রালসহ গুরুত্বপূর্ণ স্টেশন অতিক্রম করবে।
উৎসবের সময় যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে, যাতে মানুষ সহজেই তাঁদের প্রিয়জনদের সঙ্গে হোলির আনন্দ ভাগ করে নিতে পারেন। যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় এড়িয়ে এই বিশেষ পরিষেবার সুবিধা নেওয়া যায়।