উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ জানান, “গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। আপাতত উদ্ধারকাজ চলছে। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু ক্ষণ পর বলা সম্ভব হবে। উদ্ধারকাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”
Another train mishap….Dibrugarh Express (going from Chandigarh to Dibrugarh) somewhere between Gonda and Basti in Uttar Pradesh… pic.twitter.com/T4yiiH8FZ3
— NIVEDITA SINGH (@niveditasingh__) July 18, 2024
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই দুর্ঘটনা। একের পর এক কামরা বেলাইন হয়ে যায়। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে, তা ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন।
কী কারণে দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েক জনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
Another derailment in UP. Shame @AshwiniVaishnaw – Indian Railways in Emergency room after 10 years of Jumla Sarkar. Kavach anti-collision should be installed immediately on all routes in India. Total cost of only ₹63,000 crores vs ₹1,08,000 crores for Mum Ahmd bullet train.
— Mahua Moitra (@MahuaMoitra) July 18, 2024