খবর অনলাইন ডেস্ক: মরশুমের প্রথম ঝড়বৃষ্টি মর্মান্তিক ঘটনা ঘটাল মুম্বইয়ে। বিলবোর্ড ভেঙে পড়ে প্রাণ হারালেন ১৪ জন। জখম হয়েছেন অন্তত ৬০ জন। এই দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের ঘাটকোপারে। প্রশাসনিক কর্তারা এই খবর দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় ব্যাপক বৃষ্টি নামে মুম্বইয়ে। এটাই ছিল মরশুমের প্রথম বৃষ্টি। আর বৃষ্টির সঙ্গে ভয়ংকর ধূলিঝড়। সেই ঝড়ের প্রভাবেই ঘাটকোপারে ১০০ ফুটের এক বিশাল বিলবোর্ড ভেঙে পড়ে। উল্টো দিকেই একটি পেট্রোল পাম্প। বিশাল আওয়াজ করে সেই পাম্পের ওপরেই ভেঙে পড়ে বিলবোর্ডটি। পেট্রোল পাম্পে অনেক গাড়ি ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিলবোর্ডে ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ভেঙে মাটিতে পড়েছে।
এখনও সেখানে অনেকে আটকে থাকতে পারেন। মঙ্গলবার সকালেও অনুসন্ধান আর উদ্ধারকাজ চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এই কাজে মুম্বইয়ের দমকল বাহিনী ও অন্যান্য এজেন্সিকে সাহায্য করছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনাস্থলে যান। তিনি বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই আমাদের প্রথম কাজ। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ভার সরকার নেবে। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মুম্বইয়ের সমস্ত হোর্ডিং পরীক্ষা করে দেখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।”