Home খবর দেশ ‘জাস্ট ওয়েট এন্ড সি!’এক্সিট পোল নিয়ে মুখ খুললেন সনিয়া গান্ধী

‘জাস্ট ওয়েট এন্ড সি!’এক্সিট পোল নিয়ে মুখ খুললেন সনিয়া গান্ধী

২০২৪ লোকসভা নির্বাচনের এক্সিট পোলের ফলাফলকে চূড়ান্তভাবে অস্বীকার করেছে বিরোধী দলগুলির জোট। তারা আশাবাদী, চূড়ান্ত ফলাফল এক্সিট পোলের পূর্বাভাসের সম্পূর্ণ বিপরীত হবে। এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে তাঁর প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা সনিয়া গান্ধী। তিনি বলেন, “আমাদের অপেক্ষা করত হবে। অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমরা খুবই আশাবাদী যে আমাদের ফলাফল এক্সিট পোলের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে।”

সনিয়া গান্ধী সোমবার দিল্লির ডিএমকে অফিসে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এম করুণানিধির ১০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যান। অনুষ্ঠানে অন্যান্য ইন্ডিয়া জোটের নেতারা, যেমন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সমাজবাদী পার্টির রাম গোপাল যাদবও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন প্রবীণ ডিএমকে নেতা টি আর বালু এবং তিরুচি শিবা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও করুণানিধিকে শ্রদ্ধা জানাতে ডিএমকে অফিসে যান।

এর একদিন আগে, রাহুল গান্ধী এক্সিট পোলের ফলাফলকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, ইন্ডিয়া জোট ২০২৪ লোকসভা নির্বাচনে ২৯৫টি আসন জিতবে। এক্সিট পোলকে “মোদি মিডিয়া পোল” আখ্যা দিয়ে রাহুল গান্ধী রবিবার বলেন, “আপনি কি সিধু মুসে ওয়ালার গান ২৯৫ শুনেছেন? ২৯৫।”

আরও এক বিরোধী নেতা, অরবিন্দ কেজরিওয়ালও এক্সিট পোলের ফলাফলকে নকল আখ্যা দিয়ে বলেন, “বিজেপির তিন দিন আগে এই নকল পোল করানোর কী প্রয়োজন ছিল?” পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিংও দলের পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, “আমি বিজেপি এবং এক্সিট পোলে হিসাবে উদ্বিগ্ন নই… আমি মনে করি না বিজেপি পাঞ্জাবে কোনও আসন জিতছে… কংগ্রেস সবচেয়ে বড় পার্টি হিসেবে উঠে আসবে।”

বিরোধী দলগুলি আশাবাদী যে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হবে এবং তারা আশা করছে যে চূড়ান্ত ফলাফল তাদের পক্ষে যাবে। এখন সবাই অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলের জন্য, যা আগামীকাল প্রকাশিত হবে।

আরও পড়ুন। এক্সিট পোলের পূর্বাভাসে বিজেপির জয়ের ইঙ্গিত, রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version