ট্রেনে যাতায়াত করার সময় অনেকেই আর্থিক সমস্যায় পড়েন। পকেটে টাকা না থাকায় টিকিট বুকিং পিছিয়ে দেওয়া বাধ্যতামূলক হয়ে ওঠে। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেল চালু করল নতুন প্রকল্প— ‘বুক নাও, পে লেটার’। এই প্রকল্পের মাধ্যমে কোনও টাকা ছাড়াই ট্রেনের টিকিট বুক করা যাবে। তবে শর্ত অনুযায়ী এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে।
কীভাবে কাজ করবে এই প্রকল্প?
যাত্রীদের প্রথমে নিজেদের আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর ‘বুক নাও’ অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। সেখানে নিজের প্রয়োজনীয় তথ্য পূরণ করে কোড সাবমিট করতে হবে। এরপরে টাকা মেটানোর পেজ খুলে যাবে, যেখানে বিভিন্ন পেমেন্ট অপশন যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভীম অ্যাপ এবং নেট ব্যাঙ্কিং-এর সুবিধা থাকবে।
যদি কেউ পরে টিকিটের দাম মেটাতে চান, তবে ‘পে লেটার’ অপশনটি বেছে নিতে হবে। এর জন্য নির্দিষ্ট পোর্টাল— ‘www.epaylater.in’-এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর যাত্রীরা টিকিটের মূল্য পরবর্তী সময়ে মেটানোর সুযোগ পাবেন।
ভারতীয় রেলের এই নতুন উদ্যোগ যাত্রীদের মধ্যে বিপুল সাড়া ফেলতে পারে। যারা জরুরি পরিস্থিতিতে আর্থিক সমস্যায় পড়েন, তাদের জন্য এই প্রকল্প একটি বড় সহায়ক হতে চলেছে।