Home খবর দেশ ‘ভাইরাল খবর’ বিশ্বাস করবেন না, ট্রেন টিকিট বুকিংয়ের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মনে...

‘ভাইরাল খবর’ বিশ্বাস করবেন না, ট্রেন টিকিট বুকিংয়ের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিল আইআরসিটিসি

0

‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবর’ এড়িয়ে চলুন। সতর্ক করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। সম্প্রতি এমনই একটি খবরে দাবি করা হচ্ছে যে আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়দের জন্য বিভিন্ন পদবি দিয়ে ট্রেনের টিকিট বুক করেন তবে আপনার জেল বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

আইআরসিটিসি জানিয়েছে, খবরটি মিথ্যা। “ভিন্ন পদবির কারণে ই-টিকিট বুকিংয়ে নিষেধাজ্ঞা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।”

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স – এর একটি পোস্টে আইআরসিটিসি বলেছে, যে কেউ নিজের ইউজার আইডিতে বন্ধু, পরিবার বা অন্য কোনো আত্মীয়র জন্য টিকিট বুক করতে পারেন। এর জন্য কোনো শাস্তি বা জরিমানার ব্যাপার নেই।

কী বলা হয়েছে ভুয়ো খবরে?

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্য অনুসারে, দাবি করা হচ্ছে যে টিকিট বুকিংয়ে নতুন নিয়ম করেছে আইআরসিটিসি। সেই নিয়ম অনুযায়ী, রক্তের আত্মীয়/একই পদবির বাইরে কেউ নিজের ইউজার আইডি দিয়ে টিকিট বুকিং করতে পারবেন না। এই নিয়ম না মানলে ১০ হাজার টাকা জরিমানা বা ৩ বছর পর্যন্ত জেল বা উভয় শাস্তি দেওয়া হতে পারে।

আইআরসিটিসি- র বিজ্ঞপ্তি

বিভিন্ন পদবির কারণে ই-টিকিট বুকিংয়ে বিধিনিষেধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরটি মিথ্যা এবং বিভ্রান্তিকর৷ এই ধরনের মিথ্যা খবর ছড়ানো থেকে সংশ্লিষ্টদের নিরুৎসাহিত করা উচিত৷ রেলওয়ে বোর্ড অনুসারে আইআরসিটিসি সাইট থেকে টিকিট বুক করা হচ্ছে৷ সকলের জন্য দেওয়া নির্দেশিকা এবং প্রয়োজনীয় তথ্য নিম্নরূপ:

ক) যে কেউ বন্ধু, পরিবার এবং আত্মীয়দের জন্য ব্যক্তিগত ইউজার আইডিতে টিকিট বুক করতে পারেন।

খ) প্রতি মাসে একটি ইউজার আইডি দিয়ে ১২টি টিকিট বুকিং করা যেতে পারে

গ) ব্যক্তিগত ইউজার আইডিতে বুক করা টিকিট বাণিজ্যিক বিক্রয়ের জন্য নয় এবং এই ধরনের কাজ রেলওয়ে আইন ১৯৮৯- এর ১৪৩ ধারার অধীনে একটি অপরাধ। যা আইনত দণ্ডনীয়।

আরও পড়ুন: কলকাতায় স্কুল বাস ও পুলকারে স্পিড লিমিটার ও প্যানিক বাটন বাধ্যতামূলক, রঙ নিয়েও বিশেষ নির্দেশ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version