Home খবর দেশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা, ধ্বনিভোটে হারালেন ‘ইন্ডিয়া’ প্রার্থীকে

লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা, ধ্বনিভোটে হারালেন ‘ইন্ডিয়া’ প্রার্থীকে

0

নয়াদিল্লি: লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। লোকসভার স্পিকার পদে তাঁর নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সাংসদরা ধ্বনিভোটে সেই প্রস্তাবকে সমর্থন জানান।

এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাতের সাংসদ ওমই।

স্পিকার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই। আমরা সকলেই বিশ্বাস করি যে আপনি (ওম বিড়লা) আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন, আপনার মুখের মিষ্টি হাসিও হাউসকে খুশি রাখে। অষ্টাদশতম লোকসভায় দ্বিতীয়বার স্পিকার পদে অধিষ্ঠিত হয়ে আপনি নিজেই একটি রেকর্ড গড়লেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমাদের সকলের বিশ্বাস আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের সবাইকে পথ দেখাবেন। আমাদের শাস্ত্রে বলা আছে যে একজন নম্র ও সদাচারী ব্যক্তিকে সফল বলে মনে করা হয়। দ্বিতীয়বার স্পিকারের দায়িত্ব পাওয়া, নতুন রেকর্ড তৈরি হবে। আপনিই সেই ব্যক্তি যিনি পাঁচ বছরের মেয়াদ শেষ করে আবার স্পিকারের দায়িত্ব পেয়েছেন।”

লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও ওম বিড়লাকে লোকসভার স্পিকার হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। রাহুল বলেন, সরকারের কাছে সংখ্যা রয়েছে। কিন্তু বিরোধী দলও ভারতের জনগণের কণ্ঠস্বর। রাহুল বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিরোধীদের কণ্ঠস্বরও হাউসে উঠতে দেওয়া উচিত।

আরও পড়ুন: ‘ভাইরাল খবর’ বিশ্বাস করবেন না, ট্রেন টিকিট বুকিংয়ের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিল আইআরসিটিসি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version