Home খবর দেশ বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীরে প্রথম লোকসভা ভোট, এগিয়ে ইন্ডিয়া

বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীরে প্রথম লোকসভা ভোট, এগিয়ে ইন্ডিয়া

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথম লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA) এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইন্ডিয়া জোট জম্মু ও কাশ্মীরের ৫টি আসনের মধ্যে ৪টিতে এগিয়ে রয়েছে এবং এনডিএ (NDA) একটি আসনে এগিয়ে রয়েছে।

জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে, ওমর আবদুল্লাহ এগিয়ে রয়েছেন এবং মেহবুবা মুফতি তাঁর নির্বাচনী এলাকায় পিছিয়ে রয়েছেন।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, ন্যাশনাল কনফারেন্স (NC) এর ওমর আবদুল্লাহ বারামুলা লোকসভা আসনে তার প্রতিদ্বন্দ্বী জেকে পিপলস কনফারেন্স (JKPC) এর সাজাদ গনি লোনের থেকে এগিয়ে রয়েছেন।

সংবাদসংস্থা এএনআইকে ওমর আবদুল্লাহ বলেন, “… আমি বিশ্বাস করি যে JKNC সমস্ত তিনটি আসন জিতবে। এক্সিট পোলের পূর্বাভাস ভুল প্রমাণিত হবে। আমি আশা করি এক্সিট পোল জম্মু ও কাশ্মীরের জন্য সঠিক এবং দেশের বাকি অংশের জন্য ভুল প্রমাণিত হবে,” অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (PDP) এর প্রধান মেহবুবা মুফতি এনসি প্রার্থী মিয়ান আলতাফ আহমাদের থেকে পিছিয়ে রয়েছেন।

সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন খুব শীঘ্রই শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার বলেন, লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের ভোটের হার দেখে কমিশন খুবই উৎসাহিত হয়েছে, যা জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে।

সিইসি বলেন, “আমরা খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু করব। আমরা অত্যন্ত উৎসাহিত। এটি আমাদের জন্য সবচেয়ে সন্তোষজনক মুহূর্তগুলির একটি।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version