Home খবর দেশ কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টি! চাশোতিতে প্রবল বন্যা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টি! চাশোতিতে প্রবল বন্যা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

Kishtwar
জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড়ে চাশোতিতে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড়ে চাশোতিতে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজে সেনা, পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ নামানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কিশ্‌তওয়ারের জেলা শাসক পঙ্কজ শর্মা ও এসএসপি নরেশ সিং।

চাশোতি হল মাচাইল মাতার যাত্রার শুরু বিন্দু এবং মা চান্দির হিমালয়বিষয়ক মন্দিরের পথে শেষ মোটরযান চলাচলযোগ্য গ্রাম। মেঘভাঙা বৃষ্টির পরে প্রবল জলস্রোতে তীর্থযাত্রীরা আটকে পড়ায় যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এনডিআরএফ জানিয়েছে, তারা ঘটনাস্থলে দুটি বিশেষ দল পাঠিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং জানিয়েছেন, “মেঘভাঙা বৃষ্টি ভয়াবহ আকারের, যার ফলে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রশাসন দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে এবং সমস্ত রকম সহায়তা দেওয়া হবে।”

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ গভীর শোকপ্রকাশ করে বলেছেন, “চাশোতি কিশ্‌তওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানিতে আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সিভিল প্রশাসন, পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফকে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন: ২০২৪-এও ভারতীয় নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দুই লক্ষের ওপরে, তিন বছর ধরে রেকর্ড ধারা অব্যাহত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version