Home খবর দেশ কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি ভিডিও প্রকাশ করে নিজের উদ্দেশ্যকে সফল বলে অভিহিত করে বলেন, ‘আমরা একটা শিক্ষা দিতে পেরেছি।’

কানহাইয়া কুমারের উপর হামলাকারী প্রধান অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সাম্প্রদায়িক পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। কানহাইয়া কুমারের ওপর হামলার পর হামলাকারী নিজের সঙ্গীর সঙ্গে একটি ভিডিয়োও প্রকাশ করে। তিনি বলেন, “কানহাইয়া কুমার, যিনি ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে, আফজল, আমরা লজ্জিত, তোমার খুনি বেঁচে আছে’-র মতো স্লোগান তুলেছিলেন, আমরা দু’জনেই তাঁকে চড় মেরে জবাব দিয়েছি।”

হামলার ঘটনায় মূল অভিযুক্ত দক্ষ চৌধুরী আরও বলেন, “যতদিন আমাদের মতো সনাতনীরা বেঁচে থাকবে, ততদিন কেউ ভারতকে টুকরো টুকরো করতে পারবে না”। এই সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তি বলেন, “আমরা তাঁকে (কানহাইয়া কুমার) দিল্লিতে ঢুকতে দেব না। সে ভারতীয় সেনাদের ধর্ষক বলে।” দক্ষ চৌধুরী বলেন, “খুব ভালো ট্রিটমেন্ট, যা বলা হয়েছে তাই হয়েছে”।

ভিডিয়োর শেষ অংশে, উভয় অভিযুক্তকেই “ভারত মাতা কি জয়”, “ভারতীয় সেনা জিন্দাবাদ”, “গোমাতা কি জয়” এবং “জয় শ্রী রাম” স্লোগান দিতে শোনা যায়।

প্রসঙ্গত, কানহাইয়া কুমারের উপর হামলার পর কংগ্রেস লাগাতার বিজেপিকে নিশানা করছে। কংগ্রেস নেতারা বলছেন যে হামলাকারী কয়েকজন বিজেপি নেতার সঙ্গে সম্পর্কিত এবং বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁর ছবিও দেখা গেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের অভিযোগ, বিজেপি এই হামলা চালিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version