Home খবর দেশ কেদারনাথে আংটি বদলের ভাইরাল ভিডিও, ইউটিউবারদের বিরুদ্ধে পুলিশকে চিঠি মন্দির কমিটির

কেদারনাথে আংটি বদলের ভাইরাল ভিডিও, ইউটিউবারদের বিরুদ্ধে পুলিশকে চিঠি মন্দির কমিটির

হাঁটু মুড়ে বসছেন এক মহিলা। সামনে দাঁড়িয়ে যুবক। কিছুক্ষণ পরই যুবকের আঙুলে আংটি পরিয়ে দিয়ে সুমধুর আলিঙ্গন। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের কাছে এমনই এক ভিডিও ঘিরে তুমুল শোরগোল।

ভিডিয়ো‌টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিতর্কের সূত্রপাত। মন্দিরের পুরোহিতরা এই ধরনের ভিডিও তৈরির বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তাঁদের মতে, এ ধরনের ভিডিও “স্থানের ধর্মীয় পবিত্রতাকে নেতিবাচক ভাবে প্রভাবিত করেছে।” এমনকী ভিডিও নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠিও দিয়েছে মন্দির কমিটি।

ভাইরাল ভিডিয়োতে, এক ইউটিউবার মহিলাকে কেদারনাথ মন্দিরের কাছে তাঁর প্রেমিকের সঙ্গে হাঁটতে দেখা যায়। পরে হাঁটু মুড়ে বসে প্রেমিককে আংটি পরিয়ে প্রপোজও করতে দেখা যায় তাঁকে। এই ঘটনা যখন ঘটছে, তখন আশপাশ দিয়ে হেঁটে যাওয়া লোকেকে কিছুটা অবাক হতেও দেখা যায়। কয়েকজন আবার নিজের ফোনে ঘটনাটি রেকর্ডও করে নেয়।

ভিডিয়োটি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বদ্রী-কেদারনাথ মন্দির কমিটি পুলিশকে চিঠি লিখেছ। এই ধরনের ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে কমিটি। চিঠিতে বলা হয়েছে, ইউটিউবাররা কেদারনাথ মন্দিরের কাছে ভিডিও তৈরি করে ভারত ও বিদেশের ভক্তদের অনুভূতিতে আঘাত করছে। এই ধরনের ভিডিওগুলি কেদারনাথে আসা ভক্তদের বিশ্বাসকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে।

সবমিলিয়ে টুইটারে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে ভিডিয়োটি। বিয়ের প্রস্তাবের জন্য মন্দির একটি সঠিক জায়গা কি না, তা নিয়েই চলছে চর্চা।

আরও পড়ুন: আচমকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, জানুন কোথায় কত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version