Home খবর দেশ ১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

0
ছবি শ্রীনগরের পিআইবি-র 'এক্স'হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: গত ৪০ বছরে এত ভোট পড়েনি জম্মু-কাশ্মীরের বরামুলা কেন্দ্রে। বিকেল ৫টা পর্যন্ত ৫৪% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের হিসাব। ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার পর ভোট পড়ার যে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে তা যে অনেক বেশি হবে তা বলাই বাহুল্য। ১৯৮৪ সালের পর এত ভোট বরামুলা কেন্দ্রে কখনও পড়েনি।

বরামুলায় ভোটপর্ব সাঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে এবারের লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে ৪টি আসনে ভোটগ্রহণপর্ব সম্পূর্ণ হল। বাকি রইল অনন্তনাগ-রাজৌরি। ২৫ মে এই কেন্দ্রে ভোট নেওয়া হবে।

১৯৮৪-এর লোকসভা নির্বাচনে বরামুলা কেন্দ্রে ভোট পড়েছিল ৬১%। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৩৪.৬%। তার আগে ২০১৪-এর নির্বাচনে ভোটের হার ছিল ৩৯.১৪%।   

বরামুলায় ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন পড়ে। হিজবুল মুজাহিদিন-এর প্রধান সৈয়দ সালাহুদ্দীন শহর সইবাগের ভোটকেন্দ্রগুলিতেও ভোটারদের বেশ ভিড় ছিল। বরামুলা কেন্দ্রে লড়ছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তাঁর বিরুদ্ধে লড়ছেন জম্মু-কাশ্মীর পিপলস্‌ ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ফয়াজ আহমদ মির, আওয়ামি ইত্তেহাদ পার্টির শেখ ইয়ের রশিদ এবং জম্মু-কাশ্মীর পিপলস্‌ কনফারেন্সের সজ্জাদ গনি লোন।

আরও পড়ুন

মোটামুটি শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version