চলমান মহা কুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করা পুণ্যার্থীদের সংখ্যা ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। বৃহস্পতিবার এই তথ্য জানাল উত্তরপ্রদেশ সরকার। গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর মিলনস্থলে এই বিশাল ধর্মীয় সমাবেশ শুরু হয়েছে ১৩ জানুয়ারি, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিদিন লক্ষাধিক পুণ্যার্থী সঙ্গমে স্নান করতে আসছেন এবং প্রধান স্নান উৎসবগুলিতে এই সংখ্যা কোটিতে পৌঁছাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় স্নানকারীদের সংখ্যা ১০ কোটির গণ্ডি পেরিয়েছে, যা চলমান মহা কুম্ভের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
সরকার আরও জানিয়েছে, যোগী আদিত্যনাথের সরকার আগেই অনুমান করেছিল যে এই বছরের মহা কুম্ভে ৪৫ কোটির বেশি মানুষ অংশ নেবেন। এদিন সকাল থেকেই প্রয়াগরাজে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে, দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী পবিত্র স্নানের জন্য সঙ্গমে আসছেন।
শুধুমাত্র বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ লাখ মানুষ সঙ্গমে স্নান করেছেন, যার মধ্যে ১০ লাখ ‘কল্পবাসী’ এবং অন্যান্য ভক্তরা রয়েছেন। জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত মোট স্নানকারীর সংখ্যা ১০ কোটির সীমা পেরিয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৩.৫ কোটি মানুষ মকর সংক্রান্তির দিনে এবং ১.৭ কোটির বেশি মানুষ পৌষ পূর্ণিমায় স্নান করেছেন।
লক্ষ লক্ষ ভক্ত সঙ্গমে পবিত্র স্নান করতে ভিড় জমালেও প্রয়াগরাজ শহরের দৈনন্দিন জীবন স্বাভাবিকই রয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, শুধুমাত্র প্রধান স্নান উৎসবের দিনগুলিতে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে শহরের স্কুল, অফিস এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক নিয়মেই চলছে।