মহারাষ্ট্রের জলগাঁওয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। বর্তমানে তিনি দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর সম্মেলনে রয়েছেন। সেখান থেকেই তিনি জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাটিতে শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘‘এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’’ রেল মন্ত্রকও ক্ষতিপূরণের ঘোষণা করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ১.৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং যারা সামান্য চোট পেয়েছেন, তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল পাঁচটা নাগাদ লখনউ থেকে মুম্বইগামী ট্রেনের একটি কামরায় আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। আতঙ্কিত যাত্রীরা চেন টেনে ট্রেনটি থামিয়ে দেন। এরপরে ভয়ে কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। সেই সময় দ্রুতগতিতে আসা কর্নাটক এক্সপ্রেস তাঁদের পিষে দেয়।
#maharastra #trainaccident #PushpakExpress
— 💝🌹💖🇮🇳jaggirmRanbir🇮🇳💖🌹💝 (@jaggirm) January 22, 2025
Major accident in Paranda rly station in Jalgaon Maharashtra
Passengers jumped out of the train due to panic caused by rumours of Fire🔥but during this time many were injured as they were hit by the train coming on other track pic.twitter.com/ir64iUYQTm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (প্রাক্তন টুইটার)-এ শোকবার্তা দিয়ে লিখেছেন, ‘‘জলগাঁওয়ের ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। কেন্দ্র এবং রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে।’’
VIDEO | Pushpak Express train mishap: Here's what Central Railway CPRO Swapnil Nila said on the incident and the rescue operation. pic.twitter.com/nrhqCyXDaa
— Press Trust of India (@PTI_News) January 22, 2025