বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রামগোপাল বর্মাকে সাত বছর পুরনো একটি মামলায় দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড দিল মুম্বইয়ের আন্দেরি ম্যাজিস্ট্রেট কোর্ট। চেক বাউন্স মামলায় আদালতে হাজির না হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। এই রায় ঘোষণার কিছুদিন আগেই তিনি নিজের নতুন প্রকল্প ‘সিন্ডিকেট’ ঘোষণা করেছিলেন পরিচালক।
সাত বছর পুরনো মামলায় দোষী সাব্যস্ত

মঙ্গলবার শুনানির সময় রামগোপাল বর্মা আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তাঁকে ভারতীয় দণ্ডবিধির ১৩৮ ধারার অধীনে দোষী সাব্যস্ত করে এবং অভিযোগকারীর ক্ষতিপূরণ হিসেবে ৩.৭২ লক্ষ টাকা পরিশোধের নির্দেশ দেয়।
অর্থনৈতিক সংকটে পরিচালক
২০১৮ সালে রামগোপাল বর্মার কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সাম্প্রতিক বছরগুলিতে তাঁর সিনেমাগুলি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি আর্থিক সংকটের মুখে পড়েন। এমনকি, কোভিড-১৯ মহামারির সময় তাঁকে নিজের অফিস পর্যন্ত বিক্রি করতে হয়। এই মামলায় ২০২২ সালে ব্যক্তিগত পরিচয় এবং ৫,০০০ টাকার বন্ডে জামিনের পর তিনি মুক্তি পান।
জনপ্রিয় সিনেমার পরিচালক
রামগোপাল বর্মা সত্যা, রঙ্গিলা, সরকার এবং কোম্পানি-র মতো ব্লকবাস্টার ছবির জন্য বিখ্যাত। মঙ্গলবার আদালতের রায় ঘোষণা করার সময় ম্যাজিস্ট্রেট ওয়াইপি পুজারি জানান, “ফৌজদারি কার্যবিধি ১৯৭৩-এর ৪২৮ ধারার অধীনে কোনও ছাড় দেওয়ার সুযোগ নেই, কারণ অভিযুক্ত বিচার চলাকালীন কোনো সময় হেফাজতে ছিলেন না।”