Home খবর দেশ ‘নজর দিন মণিপুরে,গুরুত্ব দিন বিরোধীদের’, মোদীকে বার্তা সঙ্ঘপ্রধানের

‘নজর দিন মণিপুরে,গুরুত্ব দিন বিরোধীদের’, মোদীকে বার্তা সঙ্ঘপ্রধানের

মোদী ও মোহন ভাবগত
মোদী ও মোহন ভাবগত

নরেন্দ্র মোদীর তৃতীয় বারের শপথ গ্রহণের পরের দিনই নতুন সরকারের উদ্দেশ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্তা দিয়েছেন, বিরোধীদের গুরুত্ব দিতে হবে এবং প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে। ভোটের সময় ‘মর্যাদা পালন করা হয়নি’ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ভাগবত। রাজনৈতিক শিবিরে এটিকে কার্যত মোদীর প্রতি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ভাগবত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নতুন সরকারকে সর্বসম্মতির ভিত্তিতে এগোতে হবে। গত দশ বছরে যা হয়নি বলে বিরোধীদের অভিযোগ রয়েছে, তা বাস্তবায়িত করতে হবে। মণিপুরে শান্তি ফেরানোর গুরুত্ব দেওয়ার জন্য মোদীকে যে কথা বারবার বলে এসেছেন বিরোধী দলের নেতারা, বিজেপির ভোট বিপর্যয়ের পরে সেই পরামর্শও শোনা গিয়েছে ভাগবতের মুখে। তিনি উল্লেখ করেছেন যে মণিপুরে শান্তি ফেরানোর বিষয়টি সরকারকে এবার গুরুত্ব সহকারে দেখতে হবে।

নাগপুরে সঙ্ঘ শিক্ষানবিশদের একটি সভায় আজ বিরোধী দলগুলির গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ভাগবত। রাজনৈতিক মহলে এটিকে মোদী-শাহদের প্রতি সঙ্ঘের স্পষ্ট বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ভাগবত বলেছেন, “এভাবে কেমন করে দেশ চলবে, ভাই! সবাই মিলে দেশকে চালাতে হবে তো। দুটো পক্ষ রয়েছে। একটি পক্ষকে বিরোধী পক্ষ বলা হয়। আমি অবশ্য তাঁদের প্রতিদ্বন্দ্বী বলি। তাঁরা বিরোধী নন, তেমনটা ভাবাও উচিত নয়। তাঁরা প্রতিদ্বন্দ্বী, অন্য ভাবনাকে তুলে ধরেন। তাঁদের কথাকে গুরুত্ব দিতে হবে।”

ভাগবত ভোট প্রচারের সময় যে ভাবে বিরোধীদের উদ্দেশে শব্দবাণ ছোড়া হয়েছে তারও সমালোচনা করেছেন। তাঁর মতে, সরকারকে সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত হতে হবে এবং বিরোধীদের সম্মান ও গুরুত্ব দিতে হবে। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন সরকারের প্রতি সঙ্ঘের দিকনির্দেশনা হিসেবে গণ্য করা হচ্ছে।

আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বক্তব্যের প্রেক্ষিতে, এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, “আমি তাঁর বক্তব্যকে স্বাগত জানাই কারণ মণিপুর ভারতের অংশ। যখন আমরা দেখি আমাদের লোকরা এত দুর্দশার মধ্যে রয়েছেন, তখন কতা আমাদের সবার জন্য অত্যন্ত বিরক্তিকর। এটা আমরা দাবি করে আসছি, জোট ‘ইন্ডিয়া’ অনেকদিন ধরেই দাবি করে আসছিল যে, আসুন আমরা সব দলের প্রতি আস্থা রাখি।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version