Home খবর দেশ প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে আজ মেঘালয়, নাগাল্যান্ডে শপথগ্রহণ

প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে আজ মেঘালয়, নাগাল্যান্ডে শপথগ্রহণ

0

মঙ্গলবার নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এ দিন নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যথাক্রমে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (NDDP) নেফিউ রিও (Neiphiu Rio) এবং ন্যাশনাল পিপলস পার্টির (NPP) কনরাড সাংমা (Conrad Sangma)।

নাগাল্যান্ডে রিও

নাগাল্যান্ডে কোনো বিরোধী দল ছাড়াই একটি সর্বদলীয় সরকারের নেতৃত্ব দেবেন রিও। সদ্য সমাপ্ত নাগাল্যান্ড নির্বাচনে, ৬০ সদস্যের বিধানসভায় ৩৭টি আসন জিতেছে এনডিপিপি-বিজেপি জোট। পরবর্তীতে রাজ্যের অন্য সমস্ত দল রিও-নেতৃত্বাধীন জোটকে নিজেদের সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে।

মেঘালয়ে সাংমা

মেঘালয়ে, এনপিপি-র নেতৃত্বাধীন জোটে ২ বিজেপি বিধায়ক-সহ ৪৫ জন রয়েছেন। কনরাড সাংমার এনপিপি ২৬টি আসনে জিতেছে। ইতিমধ্যে, গত সোমবার ৫৮ জন নবনির্বাচিত বিধায়ক বিধানসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন। আজ টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাংমা।

ত্রিপুরায় মানিক

ও দিকে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতেও জয়ী হয়েছে বিজেপি জোট। সেখানে হোলির পর দিন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেবেন মানিক সাহা। ৬০ সদস্যের বিধানসভায় ৩২টি আসন জিতেছে বিজেপি। অন্য দিকে, জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) একটি আসনে জয়ী হয়েছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই সপ্তাহে তিনটি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version