লাদাখের উন্নয়নকে ত্বরান্বিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পাঁচটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাদাখে। সোমবার এই ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন জেলার তালিকায় রয়েছে জানস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং। এর আগে লাদাখে ছিল মাত্র দুটি জেলা— লেহ ও কারগিল। নতুন পাঁচটি জেলা তৈরি হওয়ার পরে লাদাখের মোট জেলার সংখ্যা দাঁড়াবে সাতটিতে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন অনুযায়ী লাদাখের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্য পূরণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জেলাগুলির মাধ্যমে শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণের সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।”
লাদাখের এই নতুন জেলার ঘোষণার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবনে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে প্রশাসনিক সুবিধা আরও দ্রুত ও সহজে পৌঁছাবে প্রত্যন্ত অঞ্চলে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার লাদাখের বাসিন্দাদের জন্য প্রচুর সুযোগ সৃষ্টি করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অমিত শাহ। এই পদক্ষেপের ফলে লাদাখে উন্নয়নের গতি বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সুশাসনের জোরদারকরণ সম্ভব হবে।
বিহারের সব আসনেই প্রার্থী দেবে পিকের দল, গুরুত্ব নারীশক্তিতে, কেমন হবে কেন্দ্রীয় কমিটি? জানুন বিশদে
উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পরে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করেছিল। এর আগে, লাদাখ ছিল জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের মাধ্যমে লেহ ও কারগিল জেলাগুলি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ দ্বারা পরিচালিত হয়।
নতুন পাঁচটি জেলা তৈরি করার সিদ্ধান্তের ফলে লাদাখে শাসন ব্যবস্থার আরও উন্নতি হবে এবং জনগণের জন্য বিভিন্ন সুবিধা আরও সহজে প্রাপ্তি নিশ্চিত হবে, বলে মনে করা হচ্ছে।