নৈনিতাল (উত্তরাখণ্ড): ১৭ বছর বয়সি এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে গিয়ে এইচআইভি এইডস-এ আক্রান্ত হয়েছেন ১৯ জনেরও বেশি তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার রামনগর গ্রামে। ‘দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস’-এ প্রকাশিত এক খবর থেকে এই ঘটনা জানা গিয়েছে।
সরকারি স্বাস্থ্য দফতরের এক প্রবীণ আধিকারিকের সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, “গত ১৭ মাসে রামনগরের ৪৫ জন এইচআইভি পজিটিভ হয়েছেন। এই ঘটনায় স্বাস্থ্য আধিকারিকরা খুবই উদ্বিগ্ন।”
ওই রিপোর্ট থেকে জানা যায়, ওই নাবালিকা হেরোইনে আসক্ত। সেই আসক্তি মেটানোর জন্য তার অর্থের দরকার হয়। সেই অর্থ জোগাড় করতে সে তরুণদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়।
এক জেলা স্বাস্থ্য আধিকারিককে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, “এই প্রবণতা খুবই বিপজ্জনক। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। মেয়েটির আসক্তিই এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এ ব্যাপারে কাউন্সেলিং করছি এবং সহায়তা করছি।”
নৈনিতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. হরিশ চন্দ্র পন্থ বলেন, “এই ঘটনা আমাদের সমাজের ঘুম ভাঙিয়েছে। সমাজের সচেতনতা জাগাতে, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে এবং এই রোগের প্রাদুর্ভাব রুখতে আমরা উদয়াস্ত কাজ করে চলেছি।”
এক স্বাস্থ্য আধিকারিক ‘দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস’-কে বলেছেন, “রামনগরে এইচআইভি ছড়িয়ে পড়ার একটা বিস্ময়কর তথ্য হাতে এসেছে। জানা গিয়েছে, যে সব তরুণ এইচআইভি এইডস-এ আক্রান্ত হয়েছেন তাঁরা জানতেনই না, তাঁদের যৌন সম্পর্কের সঙ্গী একজনই।” একজন কাউন্সেলর ব্যাখ্যা করে বলেন, “ওই তরুণদের ধারণাই ছিল না যে তাঁরা ১৭ বছর বয়সি একই নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক করেছেন।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী, এইচআইভি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়। আজ পর্যন্ত এই রোগে ৪ কোটি ২৩ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের সব দেশে এই রোগের প্রাদুর্ভাব রয়েছে।