মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করার অভিযোগ। ৩৪ বছরের এক মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এই হুমকি ফোন আসে।
পুলিশ জানায়, সকাল ৯টা ১৩ মিনিটে এক মহিলা ফোন করে জানান, মোদীকে হত্যার একটি ষড়যন্ত্র রচনা করা হয়েছে এবং সেই পরিকল্পনার জন্য অস্ত্রও প্রস্তুত।
ফোনের সর্বশেষ অবস্থান আন্দেরিতে শনাক্ত হওয়ার পর আম্বোলি থানাকে সতর্ক করা হয়। ফোন নম্বরের সূত্র ধরে দ্রুত একটি পুলিশ টিম অনুসন্ধানে নামে। কিন্তু ফোনটি বন্ধ ছিল। পরে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সন্ধান চালিয়ে ওই মহিলাকে কান্দিভলি এলাকা থেকে সন্ধ্যায় আটক করা হয়।
আম্বোলি থানার সিনিয়র ইনস্পেক্টর সদাশিব নিকম জানান, “তিনি প্রশাসনিক ব্যবস্থার প্রতি হতাশা থেকে এই হুমকি ফোন করেছেন। তাঁর সঙ্গে কোনও গোষ্ঠীর সংযোগ নেই এবং তাঁর অপরাধমূলক অতীতও নেই।”
পুলিশ জানায়, আটককৃত মহিলা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি অবিবাহিত এবং একাই থাকেন। তাঁর ছোট বোন কাছেই থাকেন।
এছাড়া, ওই মহিলার আগেও বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে সাহায্য চেয়ে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করার ইতিহাস রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভাবে কিছুটা অস্থির বলে মনে হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকি ফোনটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। মহিলার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারার হুমকি এই প্রথম নয়। গত বছরের আগস্ট মাসেও এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হুমকি পোস্ট করেছিলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি। শুধু তাই নয়, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি পুলিশ সূত্রে।