Home খবর দেশ ‘আমার শরীরে ভারতীয় ডিএনএ!’ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাবিতে উঠল হাসির রোল

‘আমার শরীরে ভারতীয় ডিএনএ!’ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাবিতে উঠল হাসির রোল

রাষ্ট্রপতি আয়োজনে নৈশভোজ

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস উদযাপনে ভারতের অতিথি হিসেবে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। রবিবার এক মন্তব্যে তিনি বললেন, “আমার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে এই মন্তব্য শোনার পর উপস্থিত বিশিষ্টরা, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও ছিলেন, হেসে ওঠেন।

প্রেসিডেন্ট প্রাবোও বলেন, “কিছু সপ্তাহ আগে আমার জেনেটিক সিকোয়েন্সিং এবং ডিএনএ পরীক্ষা করা হয়। তখন জানানো হয়, আমার ডিএনএ-তে ভারতীয় যোগসূত্র রয়েছে। সবাই জানেন, আমি যখন ভারতীয় সংগীত শুনি, তখন নাচতে শুরু করি।”

তিনি আরও বলেন, “ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটি দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমাদের ভাষার গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত থেকে এসেছে। ইন্দোনেশিয়ার অনেক নামই সংস্কৃত শব্দ। দৈনন্দিন জীবনে ভারতের প্রাচীন সভ্যতার প্রভাব আমাদের জিনগত অংশও হয়ে উঠেছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে প্রেসিডেন্ট প্রাবোও বলেন, “আমি এখানে এসে খুবই গর্বিত। আমি রাজনীতিতে পেশাদার নই, আমি কূটনীতিতেও দক্ষ নই। আমি যা মনে করি, সেটাই বলি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব থেকে আমি অনেক কিছু শিখেছি। তাঁর দারিদ্র্য দূরীকরণ এবং প্রান্তিক মানুষের উন্নতিতে প্রতিশ্রুতি সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।”

ভারত এবং ইন্দোনেশিয়ার বন্ধুত্বকে আরও দৃঢ় করার আশা প্রকাশ করে তিনি বলেন, “আমি ভারতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং মহত্ত্ব কামনা করি।”

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এসেছে। সেই প্রতিনিধি দলে কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত ছিলেন। এই বিশেষ অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার ১৯০-সদস্যের সামরিক ব্যান্ড ‘জেন্ডারাং সুলিং চান্কা লোকানান্তা’ বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করে।

ভারতের তিন দিনের সফরে প্রেসিডেন্ট সুবিয়ান্তো এবং তার সরকার স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা এবং সমুদ্র নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version