দরভাঙায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁতে গেলেন তিনি। সেই মুহূর্তে মোদীর প্রতিক্রিয়া সকলের মন কেড়ে নিয়েছে।
৭৩ বছর বয়সি নীতীশ কুমার এর আগেও দুইবার মোদীর পা ছুঁতে চেষ্টা করেন। এবারও হাত জোড় করে মোদীর দিকে এগিয়ে যান এবং পা ছোঁয়ার চেষ্টা করেন। তবে মোদী দ্রুত তাঁকে থামিয়ে করমর্দন করেন। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ফুল দেওয়ার সময় নীতীশ কুমারকে নিজের পাশে টেনে নেন মোদী।
অনেকেই জানেন, এটা এই প্রথমবার নয়, এর আগেও নীতীশ কুমার প্রধানমন্ত্রীর পা ছোঁয়ার চেষ্টা করেছেন। এর আগে জুন মাসে সংসদ ভবনে এবং এপ্রিল মাসে নওয়াদায় লোকসভা নির্বাচনের একটি সভায়ও ৭৪ বছর বয়সি মোদীর পা ছোঁয়ার চেষ্টা করেছিলেন নীতীশ।
নীতীশ কুমারের দল জেডিইউ বর্তমানে বিজেপির প্রধান সহযোগী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদা দরভাঙায় এআইআইএমএস প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১২,১০০ কোটি টাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন। বিহারের “জঙ্গল রাজ” থেকে রাজ্যকে বের করে এনে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি নীতীশ কুমারের প্রশংসা করেন।
মোদী বলেন, “নীতীশ কুমার সুশাসনের মডেল তৈরি করেছেন, যা বিহারকে জঙ্গল রাজের যুগ থেকে বের করে এনেছে। এই সাফল্য অর্জনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।” তিনি আরও বলেন যে বিহারে স্বাস্থ্য পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে, যা আগের সরকার কখনোই করতে পারেনি।