Home খবর দেশ ওম বিড়লা বনাম কে সুরেশ, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোট,...

ওম বিড়লা বনাম কে সুরেশ, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোট, জানুন প্রার্থীদের সম্পর্কে

ওম বিড়লা বনাম কে সুরেশ, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোট, জানুন প্রার্থীদের সম্পর্কে

লোকসভা স্পিকার নির্বাচনের জন্য এনডিএ এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এনডিএ থেকে ওম বিড়লা এবং ইন্ডিয়া ব্লক থেকে কে সুরেশ মনোনয়ন জমা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডাসহ এনডিএ প্রার্থী ওম বিড়লার পক্ষে ১০টিরও বেশি মনোনয়ন জমা পড়েছে। অপরদিকে, কংগ্রেস নেতা কে সুরেশের পক্ষে তিনটি মনোনয়ন জমা পড়েছে।

ওম বিড়লা কে?

ওম বিড়লা রাজস্থানের কোটা থেকে নির্বাচিত হয়ে ১৬তম লোকসভায় প্রবেশ করেন। তিনি সংসদের স্থায়ী কমিটি এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পিটিশন এবং পরামর্শক কমিটির সদস্য ছিলেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে পুনরায় কোটা থেকে নির্বাচিত হয়ে ১৭তম লোকসভায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

কে সুরেশ কে?

কে সুরেশ ইন্ডিয়া ব্লকের বিরোধী প্রার্থী। তিনি কেরালার আটবারের সাংসদ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী লোকসভার সাংসদ। সুরেশ প্রথম ১৯৮৯ সালে লোকসভায় নির্বাচিত হন এবং তারপরে ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে আদূর থেকে পরপর চারবার নির্বাচিত হন।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি মাভেলিকারা থেকে তার অষ্টম লোকসভা নির্বাচন জিতেছেন। সুরেশ কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির (KPCC) কার্যনির্বাহী সভাপতি এবং ১৭তম লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের প্রধান হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্ষুব্ধ তৃণমূল

কোনও রকম আলোচনা না করেই কংগ্রেস একক ভাবে সিদ্ধান্ত নিয়েছে স্পিকার প্রার্থী নিয়ে। এই অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।’’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version